টেক আউটের বার্গার গুলো খেতে বেশ ভালো লাগে।আসলে বেশি খিদে লাগলে এমনি হয়।ওয়াফেল দেখে একটি ঘটনা মনে পরে গেলো।বেশকিছু দিন আগে আমি ওয়াফেল খেয়ে বেশ ভালো লেগেছিলো তাই মোটামুটি অনেক খেয়েছিলাম তারপর থেকে এমন পেট খারাপ হয়ে গিয়েছে, এখন আমি ওয়াফেল দেখলেই ভয় পাই। ছবিগুলো দেখে ভালো লাগলো।ধন্যবাদ
হাহাহা,অনেক খাওয়া যাবে না আবার।