কয়েকটি প্রাকৃতিক ফটোগ্রাফি
আমি @rahimakhatun
from Bangladesh
|
---|
যদিও আমি তেমন ভালো ছবি তোলতে পারি না,আসলে সব কাজের কিছু কৌশল থাকে, সেই কৌশল গুলো ধরতে পারলে কাজ যেমন সহজ হয় তেমন সুন্দর ও হয়।আমি এখন ও ফটোগ্রাফির কৌশল ধরতে পারিনি তেমন তবে শিক্ষার চেষ্টা করছি।কথায় আছে শেখার কোন বয়স নেই। যাই হোক আমি বেশির ভাগ ছবি তোলেছি যমুনা নদীর।আসলে ট্রেনের জানালা দিয়ে ছবি তোলতে বেশ ভয় লাগে কারন যদি ফোন পরে যায় কিংবা কেউ যদি টান দেয়।আমার ফোনের আবার কোন কাভার কিংবা আংটা লাগানো নেই যে বেশ ভালো করে ধরা যায়।
এই ছবিটা তোলেছিলাম ট্রেনের জানালা দিয়ে। বনলতা ট্রেন টা প্রতিটি স্টেশনে থামে না দুই একটা স্টেশন থামে।কোন একটা স্টেশন থেকে আমার তোলা ছবিটা।
এই টাও তোলেছিলাম জানালা দিয়ে।আসলে ট্রেনের জানালা খোলা থাকলে ভালো লাগে।কারন গাছপালা নদী নালা দেখা যায় যা দেখতে ভালো লাগে।আমি যেমন দেখেছি সেই সুযোগে ছবিটা তোলে ফেলেছি।
এক ট্রেন থেকে আরেক ট্রেনের ছবি তোলা।ট্রেন ক্রসিং এর সময় ছবিটা তোলেছিলাম।ট্রেন ক্রসিং এর সময় বেশ আস্তে চলে তাই তোলেছিলাম।বেশ ভয়ে ছিলাম যদি ফোনটা নিয়ে যায় তাহলে কি হবে।
এই ছবিটা তোলেছিলাম যমুনার নদীর।
ছোট একটি গ্রামের ছবি। দেখতে কত সুন্দর লাগছে।এমন একটা গ্রামের বাড়ি থাকলে আর কি লাগে।বাড়ির সাথে ছোট একটা পুকুর।
আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | train |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা অনেক সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে ফটো ধারণ করেছেন আপনি। বাইরের পরিবেশে ঘোরাঘুরি করতে ভালো লাগে এবং ফটো ধারণ করতে ভালো লাগে আমার।
বাহিরের পরিবেশ আসলে সকলেরই বেশ ভালো লাগে।আপনাকে বেশ ধন্যবাদ
চলন্ত ট্রেন থেকে তোলা আশপাশের গ্রাম বাংলার ছবিগুলো দেখতে বেশ লাগছে। ধন্যবাদ আপনাকে ছবি গুলো শেয়ার করার জন্যে। তবে জানালা দিয়ে ছবি তোলার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি।
বেশ ভয়ে ভয়ে ছিলাম।তাও ছবি তোলার লোভ সামলাতে পারিনি।ধন্যবাদ আপনাকে
সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট তুলে ধরেছেন এই ব্লগের মাধ্যমে। ট্রেন থেকে ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে আমি ট্রেন বা গাড়ির জানলা থেকে বিভিন্ন ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো ক্যামেরাবন্দি করবার অপেক্ষায় থাকি। আপনার ছবিগুলি তাই খুব ভালো লাগলো। শেষে গ্রামের দৃশ্যটিও দেখে খুব ভালো লাগলো। আমরা শহরের মানুষ তো তাই গ্রাম দেখলেই মনের ভেতরটা কেমন যেন করে ওঠে।
আমারও ভালো লাগে,তবে ভয় ও লাগে।ধন্যবাদ
বৃষ্টির সময় কারেন্ট না থাকলে আরো বেশি বিপদে পড়তে হয়। তাছাড়া এরকম যাওয়া আসার মধ্যে থাকলে মেজাজ আরো খারাপ হয়ে যায়। আপনার তো দেখছি বেহাল দশা। কারেন্ট এবং গ্যাস কোনটাই নেই। কারেন্ট আসলে কিছুটা রান্না করে নিয়ে ভালো করেছেন। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগে।
বৃষ্টি সময় এখন ঢাকাতেও কারেন্ট থাকে না,আগে গ্রামে শুনতাম।হা হা।
প্রকৃতির এই মনোরম দৃশ্য গুলো সত্যি ভালো লাগে দেখতে। খুবই সুন্দর হয়েছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। গ্রাম বাংলার দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রকৃতির ছবি দেখতে আসলে সকলরেই।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আজ আপনি আমাদের মাঝে কতগুলো প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে এসে হাজির হলেন। আসলে প্রকৃতির এই ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। যদিও ছবিগুলো একটু এডিট করলে আরও বেশি ভালো লাগতো। এছাড়া আপনি খুব সুন্দর ভাবে আপনার ছবিগুলোর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি তেমন এডিট পারি না, তাছাড়া ট্রেন থেকে তোলা তো।ধন্যবাদ
বাহ আপনি তো আজকে ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন প্রাকৃতিক। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। তবে ট্রেন থেকে ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে করেছেন।চমৎকার ভাবে অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভাইয়া হা বন্ধ করেছেন তো। হি হি।😂😂