আমার করা কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
১৫ ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।

২৫ ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্ত কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

336618781_1326196431276273_2680707207318525777_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। অনেক দিন আগে কিছু গাছ কেনার জন্য গিয়েছিলাম আমার বোনের ছেলের সাথে কাছাকাছি নার্সারিতে। প্রথমে আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ঐখানে গিয়ে বেশ হতাশ হয়েছিলাম কারণ তেমন কোন ফুলের গাছেই ছিল না। কিন্তু এর আগের বছর এই নার্সারিতে শীতকাল সিজনে অনেক রং বেরঙের ফুল সহ গাছ ছিল ,দেখতে বেশ লেগেছিলো ,সে আশায় এই বারো গিয়েছিলাম কিন্তু এবার তারা তেমন লাগায় নি। পরে কথা বলে জানতে পারলাম গত বছর লস হয়েছে তাই এইবার আর আগের গুলো লাগায় নি। পরে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সামনের আরেকটা নার্সারিতে। মোটামুটি অনেক দূর রিক্সা পাচ্ছিলাম না বিদায় আমাদের হেঁটে যেতে অনেক সময় লেগেছে। যেতে যেতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। নতুন নার্সারি হয়েছে তাই মোটামুটি ঘুছানো। তবে নতুন তাই খুব বেশি ভেরাইটিজ গাছে ছিল না তবে একই রকম অনেক গাছ আছে। আমরা সেখান থেকে কিছু গাছ কিনলাম ,কিনে গাছগুলো রেখে সামনে একটা কাজে গিয়েছিলাম। পরে রিক্সা করে যখন আবার নার্সারিতে আসতে নিলাম কিছু দূর রিক্সা আসার পর হঠাৎ বিকট আওয়াজ আমি তো ভয়ে শেষ পরে বুঝতে পারলাম রিক্সার টায়ার ফেটে গিয়াছে ,কি মুশকিল মাঝ রাস্তায় এই অবস্থা ,পরে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরেকটা রিক্সা পেলাম পরে নার্সারি থেকে গাছ নিয়ে তবেই বাড়ি ফিরলাম।

336613082_258425006539293_6254993928335971241_n.jpg

ভিন্ন কালারের জবা। আমার কাছে বেশ ভালো লেগেছিলো ,তাই ছবি তুলে নিলাম। আমার ছাদে একটি লাল টুকটুকে লাল জবা রয়েছে। আমার বেশ পছন্দের কালার।

336611338_511755660956622_7066097751508922529_n.jpg

বাগান বিলাস ফুল। আমি লাল কিংবা রানী গোলাপি বাগান বিলাস দেখেছি কিন্তু হলুদ কালার আর আগে কখনো বাগান বিলাস দেখা হয়নি। একটু ভিন্ন কালার দেখে ছবি তুলে নিলাম।

336597678_956932505489495_6149193952688116526_n.jpg

এই ফুলটার নাম জানি না ,তবে পাতাগুলো অনেকটা জাম পাতার মত লাগছে। ফুলের কালারটা বেশ সুন্দর।

336622343_1352589212187495_698549089899860714_n.jpg

এই ফুলটার নাম না বলেও সকলে আপনারা চিনবেন। গোলাপ ফুল নিয়ে আর বেশ কিছু না বললেও চলবে।

336603506_191896316894166_9209906030457245175_n.jpg

ভিন্ন কালার গোলাপ।

336630668_165933372982562_7419888468885817611_n.jpg

গোলাপের কালার কিংবা প্রজাতি বলে শেষ করে যাবে না। অনেক অনেক প্রজাতি রয়েছে।আমার বাসায় লাল একটি গোলাপ গাছ ছিল ,কিন্তু এখন আর ফুল ধরে না।

336616210_1992528374282874_5561285120579440011_n.jpg

329547743_178836401602938_496640575192540765_n.jpg

327857583_251321407324144_7358187875725502141_n.jpg

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flower
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপু প্রথমে বলবো এখন এই সময়ে ফুল কম ফোটে বলা যায় বসন্তের কিছু ফুল ছাড়া ফোটে না ৷ আপনি নার্সারি থেকে বেশ সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন ৷ জবা, ভিন্ন রং এর গোলাপ ৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ৷ অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

মাহে রমজান নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যিই রমজান উপলক্ষে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন নার্সারিতে গিয়ে। যেহেতু শীত চলে গিয়েছে আস্তে আস্তে গরম কাল চলে এসেছে তাই শীতকালীন ফুলগুলো এত বেশি নেই। সেজন্য নার্সারিতে বেশি ফুল গাছ ছিল না। যাইহোক আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। আসলে আমার কাছে যে কোন কিছুর ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। ভীষণ ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

রিক্সার টায়ার ফেটে যে উল্টে পড়ে যান নি এটা আপনার কপাল😁।তবে গাছ কিনতে যাওয়ায় আপনার দেখছি প্রচুর বিড়ম্বনা হাহা।তবে ফটোগ্রাফি গুলো শেয়ার করে একটু হলেও সেই কষ্ট লাঘব হয়েছে আশা করি😁। আর ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

নার্সারিতে বেশ অনেকদিন যাওয়া হয় না। নার্সারিতে গেলে বেশ অনেক ধরনের ফুল দেখা যায় তাদের সম্পর্কে জানা যায়। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন আপু। সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

এই সময় নার্সারিতে ফুলের সংখ্যা অনেক কম। তাই তো আপনি নার্সারিতে গিয়ে ফুল কম দেখতে পেয়েছেন এবং অবাক হয়েছেন। আসলে শীতের সময় যেসব ফুল পাওয়া যায় সেগুলো অনেকটা কমে এসেছে। যাইহোক আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন।

 2 years ago 

দীর্ঘ দুই মাস যাবত খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি এই কমিউনিটিতে দেখে চলেছি। আসলে ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে সেটা উপভোগ করতেও ভালোবাসে। আপনার করা ফুলের ফটোগুলো সুন্দর ছিল আপু। খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে।

প্রথমে আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ঐখানে গিয়ে বেশ হতাশ হয়েছিলাম কারণ তেমন কোন ফুলের গাছেই ছিল না।

আসলে নার্সারিতে তখন গাছ ছিল, কিন্তু আপনাকে দেয়নি। আপনি নাকি গাছ নিয়ে মেরে ফেলে দেন বাঁচাতে পারেন না এই জন্য।😂😂

কিছু কিছু ফটো একটু ঘোলা এসেছে। তবে বাকি বেশ কয়েকটা ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপি রঙের গোলাপ ফুলটা অসাধারণ লাগছে দেখতে।

 2 years ago 

এই সময় ফুল একটু কম ফোটে। শীতের সময় ফুল বেশি ফোটে । নার্সারিতে গিয়ে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67