গোলাপের কিছু সুন্দর ফোটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
৬ ই জানুয়ারি ২০২৫
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করবো।বেশ কিছু দিন আমি গিয়েছিলাম আমার আপুর ছাদে।আসলে এখন ভালো কিছু দেখলে সাথে সাথে ছবি তুলি।আমার আপুর ছাদের যাওয়ার পর দেখি আপুর ছাদে আপুর ভাড়াটিয়া বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে।পুরো ছাদেই তার গাছ লাগানো।বেশ ফুল ও ধরেছে দেখি।বিভিন্ন কালারের গোলাপ দেখতে বেশ ভালোই লাগছিলো।গাছগুলো বেশ যত্ন করে ঐ আপুটা।প্রায় সময় আমার বোনের ছেলে ফুলগুলো ছিড়ে ফেলে।আসলে ছোট মানুষ তো তাই বুঝে না।তাই অনেক সময় ছাদ তালা দিয়ে রাখে।ওকে বুঝিয়ে বললে বলে আর ছিড়বে না পরে দেখা যায় আবেকে ছিড়ে ফেলে।আসলে গোলাপ বলে কথা।গোলাপ ফুল কে না পছন্দ করে।ওর ও হয়তো ভালো লাগে তাই চুরি করে করে ছিড়ে ফেলে।চলেন তাহলে ছবিগুলো দেখি আসি।
এই হচ্ছে গোলাপ ফুল। কালারটা বেশ সুন্দর। কমলা এবং লালের মিশ্রন। ফুলটা আমার কাছে এত কিউট লেগেছে।আমি ছবি তোলার ফাঁকে ফুল ছিড়তে গিয়েছিলো আমার বোনের ছেলে পরে আমি ধমক দেওয়াতে আর ছিড়ে নি।আমার কাছে গোলাপ ফুলের কালার বেশ ভালো লাগে যদিও ঘ্রানটা এত বেশি ভালো লাগে না।
এই হচ্ছে আরেকটি গোলাপ।বেবি পিংক কালার। ফুলটা দেখতে ও বেশ সুন্দর। গোলাপের অনেক রকম জাত রয়েছে কারো সাথে কারো মিল নেই।
এই হচ্ছে হাজারি গোলাপ ফুল।হাজিরি বলতে ছোট ছোট গোলাপ। আমি বেশ কাছ থেকে ছবি তোলাতে বেশ বড় লাগছে।আমার ও এমন একটি হাজারি গোলাপ গাছ ছিলো।আমি যখন স্কুলে পড়তাম তখন কিনেছিলাম।সব সময়ই গাছে ফুল থাকতো।আজকে লেখার সময় গাছটার কথা আমার বেশ মনে পরছে।কিন্তু গাছটা অবহেলায় মারা গিয়েছে।
এই হচ্ছে হালকা কালারের কমলারের ফুল।এটাও বেশ সুন্দর । যদিও ফুলটার চারপাশে একটু একটু শুকিয়ে যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই ফুলটা জরে পরে যাবে।
এই হচ্ছে লাল গোলাপ।যদিও পুরোপুরি ফুটেনি।তবে শুনেছি ফুটলে নাকি অনেক বড় গোলাপ হয়।কলি বললেই চলে।দেখতে বেশ সুন্দর লাগে।
আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। আসলে এত এত সুন্দরের মাঝে একটাকে বেশি সুন্দর বলা বেশ কষ্টকর। একেক জনের একেক রকম কালার কিংবা একেক জাতের পছন্দ।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার কাছে ফুলের ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
গোলাপ হচ্ছে সব ফুলের রাজা,তার ঘ্রাণ পেলে খুবই ভালো লাগে। আপনার তোলা সব গুলো গোলাপের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
চমৎকার কিছু গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফিতে গোলাপ ফুলের সৌন্দর্যটা একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো এক কথায় দারুন ছিল আপু।
বেশ কয়েকটি প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার মাধ্যমে এতো সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফী দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।
গোলাপ আমার দারুন প্রিয় একটি ফুল। আপনি নানা রকমের গোলাপের সুন্দর কিছু গোলাপের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা প্রতিটি গোলাপই কিন্তু দারুন ছিল। এমন দারুন কিছু গোলাপের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
একদম প্রথমের গোলাপটি সবথেকে সুন্দর রং-এর৷ এবং ফুটেওছে খুব স্টাইলিশ ভাবে। যদিও গোলাপ একটি এমন ফুল যার খারাপ বলে কিছু হয় না। তাও রঙের পছন্দ সবারই আলাদা হয়। বাকিগুলোও খুব ভালো। শেষের রঙটাও অসাধারণ লাগছে।
গোলাপ ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার ভাল লেগেছে। আসলে গোলাপ ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।
ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললে চলে। তার মধ্যে গোলাপ ফুল হলো ফুলের রানী। এ ফুলটি সবার হৃদয় জুড়ে আছে। আপনার প্রতিটি গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সুন্দর গোলাপের ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনাও আপনি তুলে ধরেছেন।