রাজশাহীর সফুরাতে একদিন।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১১ ই পৌঁষ ১৪৩১

--------

২৯ই ডিসেম্বর ২০২৪


470051372_1506278046723796_8547964760106963480_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে পোস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছে। আসলে কাল দেখি আমার বাবুটার হঠাৎ করে পেট খারাপ হয়ে গিয়েছে। অনাবরত বমি আর পাতলা পায়খানা। একেবারে দুর্বল হয়ে গিয়েছে। যার জন্য চাইলেও পোস্ট করার জন্য বসতে পারিনি।রাতে যখন ঘুমিয়েছে ওকে ঘুম পারাতে আমি নিজেই কখন ঘুমিয়ে গিয়েছি বলতে পারিনি।তাই ভোরে উঠেই লিখতে বসে গেলাম।আজকে আমি একটি ট্রাভেল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

470050540_1254181622547287_377288299390526602_n.jpg

গত শীতে গিয়েছিলাম রাজশাহী। আসলে ডিসেম্বর মাসে বাচ্চা কাচ্চার স্কুল মাদরাসা অফ থাকে তখন বাচ্চারা বেড়াতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়।আর সম বয়সী থাকে তাহলে তো কথায় নেই। ডিসেম্বর আসলেই আমার ভাইয়ের ছেলে মেয়ে পাগল হয়ে যায় কখন তারা আমাদেরকে ঢাকা থেকে নিয়ে যাবে,না যেতে চাইলে রাগ হয়ে থাকে।

470058184_579338784809020_2281208447606091945_n.jpg

তাছাড়া আমার ছেলে ও বেশ ছটফট করে। এই যে এবারও বেশ করে বলতেছে ফুপি আসো তোমরা রাজশাহীতে এবার শুধু বাচ্চার ঠান্ডা কথা বলতিছি তাও ঠান্ডা নেই এই সেই আরো কত কথা। আমরা যাবো না বিদায় ওর মাকে ছুটি নিতে বলতেছে ঢাকায় আসার জন্য।আসলে রাজশাহীতে একটু শীত বেশি থাকে ছোট বাচ্চা নিয়ে রাজশাহী যাওয়া মুশকিল তাই আর যাওয়ার সাহস পাইনি।

470055003_600310642487354_2156984236121601247_n.jpg

এমনি হাজার সমস্যা হয় শীত কালে। যাই হোক গতবার তো বাবুছিলো না তাই ঘোরাঘুরি করতে পেরেছি।রাজশাহীতে সিল্কের জন্য জনপ্রিয়। সিল্কের কাপড় দেশে এবং বিদেশে বেশ জনপ্রিয়। বিদেশি রপ্তানি করে বেশ আয় করা হয়।আমরা সেই দিন গিয়েছিলাম সফুরা মার্কেট। সেখানে সরাসরি রেশম পোকা থেকে সুতা বের করে প্রসেসিং করে কাপড় তৈরি করে তারপর রং করে।আমরা ফ্যাক্টরিতে যেয়ে দেখে আসছি কিভাবে কেমনে কি করে।

471723963_614640981220534_4462874649759352360_n.jpg

এরা শাড়িগুলো বেশ সুন্দর করে দেওয়ালে আটকিয়ে রাখে।এই দোকানগুলোতে অনেক অনেক বিদেশী আসে।দাম ও অনেক বেশি।কোন দামাদামি অফশন ও নেই। ভালোই লাগে দেখতে, ঢাকা থেকে দাম অনেক বেশি যে কোন ড্রেসের।

470053091_434407093077203_5055881507256936499_n.jpg

470050771_1016162573861326_2693756817402835639_n.jpg

462585902_1170362051449034_5736091928135017293_n.jpg

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy travel

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 months ago 

বছরের শেষের দিকে সব কিছু বন্ধ থাকে বলে ঘোরাঘুরি করতে ভালো লাগে। তাছাড়া বাচ্চারা সবসময়ই ঘোরাঘুরি করতে পছন্দ করে। তবে শহরের থেকে গ্ৰামে শীতের পরিমাণ বেশি বলে বাচ্চাদের নিয়ে যাওয়া খুবই কষ্টকর। যাই হোক আপনি রাজশাহী সফুরাতে ঘোরাঘুরির খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। শাড়ি গুলো দেয়ালে সাজিয়ে রাখাতে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। যেহেতু সেখানে রেশম পোকা থেকে সরাসরি সুতা বের করে জামা কাপড় তৈরি করা হয় তাই দাম বেশি। ধন্যবাদ আপু সফুরাতে ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলেই গ্রামে বেশ ঠান্ড পরেছে,ঠান্ডার সময় ঘোরাঘুরি করতে ভালোও লাগে নি।ধন্যবাদ

 2 months ago 

আজ থেকে ৬-৭ বছর আগে রাজশাহীর সুফরা এরিয়াতে অবস্থান করেছিলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এই এলাকাতে বাজার করতে গেছিলাম। আজকে আপনার পোষ্টের মধ্য দিয়ে যেন সেই পুরনো দিনের স্মৃতি খুঁজে পেলাম কিছুটা সময়ের জন্য। হ্যাঁ সিল্কের কাপড় রাজশাহীতে অনেক। বেশ সুন্দরভাবে শাড়ি দিয়ে সাজানো রয়েছে দেখে ভালো লাগলো। অনেক অনেক ভালো লাগলো ব্লগটা দেখে।

 2 months ago 

সফুরাতে সিল্কের শাড়ি অনেক পাওয়া যায়,আসলে রাজশাহী সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত। ধন্যবাদ

 2 months ago 

অনেকদিন পর রাজশাহী সিল্কের দোকানটি দেখে ভালো লাগলো। রাজশাহী থাকতে যে কত শপিং করেছি এখান থেকে তার কোন ঠিক নেই। তাছাড়া ঠিকই বলেছেন রাজশাহীর সিল্ক দেশের মধ্যে বিখ্যাত। আপনার ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত দেখে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

সিল্কের জন্য বিখ্যাত তবে সফুরাতে বেশ ভালোই দাম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80256.83
ETH 2139.65
USDT 1.00
SBD 0.65