রাজশাহীতে থিমু প্লাজাতে একদিন।
আমি @rahimakhatun
from Bangladesh
২৭নভেম্বর ২০২৪
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি ঘোরাঘুরি পোস্ট শেয়ার করবো।অনেক দিন আগে গিয়েছিলাম আমি রাজশাহীতে।কয়েকদিন বলতে আরো তিন,চার মাস আগে।আর রাজশাহীতে গেলে আমাদের সব বাচ্চা একএিত হয় তাই তাদের খুশির সীমা থাকে না।তার সাথে ঝগড়ার ও শেষ নেই।
অনেক ওদের ঝগরা দেখে বাহিরে নিয়ে যেতে বাধ্য হতে হয়।ঘুরতে গেলে ও সব একসাথে থাকবে আবার অটোতে উঠা নিয়েও ঝগড়া।কে সামনে বসবে তাই নিয়ে। রাজশাহী তে একটি সুবিধা সব কিছু কাছাকাছি, সহজে ঘোরাঘুরি করা যায়।আবার সব জায়গাতে অটোতে।রাজশাহী শহরটা বেশ,সুন্দর।রাজশাহীর মার্কেট টাও বেশ সুন্দর। যাওয়া যায়। এবং ভীড় ও কম থাকে।আমি আর ভাবি মিলে গিয়েছিলাম রাজশাহীর থিমুপ্লাজায়।এটা নিউ মার্কেটের সাথে।অবশ্য সব মার্কেটের পাশাপাশি এই মার্কেট গুলো।থিমু প্লাজা টা বেশ সুন্দর। বেশ গুছানে।সেখানে ডিসকাউন্ট চলছিলো,তাই আরকি যাওয়া।আমরা বেশ ঘোরাঘুরি করে পুরো মার্কেট দেখছিলাম। কারন আমি আর যায়নি তাই হাঁটতে হাঁটতে দেখছিলাম
এই লাইটগুলো একটি দোকানে দেখছিলাম।বেশ ভালো লাগছে।বিভিন্ন কালারের গোলাপফুল। বিভিন্ন রকমের লাইটগুলো দেখতেও বেশ ভালো লাগে।বেগুনি মিষ্টি নীল সবুজ কালারের লাইটগুলো।আমার কাছে ভালো লেগেছে তাই দাম ও জিজ্ঞেস করছিলাম ঢাকা থেকেও রাজশাহী তে দাম বেশি চাচ্ছিলো তাই আর নেই নি।ঘরে জ্বালালে দেখতে বেশ ভালো লাগে।
এগুলো হলো সব হোম ডেকোরেশন জিনিস।এই টারসেলগুলো আমার বেশ ভালো লাগে।এগুলো ঠিক নাম আমার জানা নেই, তবে আগে ১০০ করেই ছিলো এখন হয়তো ১৫০ করে।পর্দায় মাঝখানে অথবা দেয়ালের কর্নারে লাগালে দেখতে বেশ ভালো লাগে।ড্রয়িং অথবা ডাইনিং এর মাঝখানে লাগালে দেখতে বেশ ভালো লাগে।
এই হচ্ছে হ্যাগিং লাইট।সিলিং লাগানো যায়।এখানে কিছু কিছ এমনি লাইট ছিলো তাছাড়া হ্যাগিং ছিলো। সবগুলোই সুন্দর।
এই একটা শোরুম ছিলো।ডিসকাউন্ট ছিলো।তাই গিয়েছিলাম।কিন্তু সমস্যা হচ্ছে যেগুলো ভালো লাগছিলো সেগুলো সাইজ পাচ্ছিলাম না।আসলে ডিসকাউন্ট দিলে যা হয় আরকি,তাছাড়া আমরা পরে গিয়েছিলাম তো তাই হয়তো।আমি গেটের সামনে থেকে তুলেছিলাম।ভয়ে ভয়ে তুলেছিলাম যদি এরা কিছু বলে তাই কিন্তু দেখলাম কিছুই বলে নি।
সুন্দর সুন্দর কাচের টব,আবার কিছু আছে চিনা মাটির টব।আমার তো টবগুলোর সামনে থেকে আসতেই মন চাচ্ছিলো না।এত সুন্দর সুন্দর ফুলের টব থাকলে আর কি লাগে।কালারিং টব দিয়ে ঘর সাজাতে পারলে বেশ ভালো লাগতো।আসলে যা দেখি তাই কিনতে মন চায়।
এগুলো তো সবাই জানেন ঘর সাজানো শোপিছ,চুড়ি আর মাটির হাড়ি পাতিল।আসলে ঘর সাজানো জিনিস দেখলে আমার বেশ ভালো লাগে কিনতেও মন চায়।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | rajshahi |
Photograpy | travel |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রাজশাহী থেকে বেশি দারুন ফটোগ্রাফি করেছেন। যেখানে বেশ অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আপনি। এই সমস্ত মার্কেটগুলো আমার কাছে খুব ভালো লাগে। এখানে অনেক কিছু নাম না জানা জিনিসের দেখা মেলে। ঠিক তেমনি ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।