মৃত্যু ভয়ংকর সত্যি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৭ই ফেব্রুয়ারি ২০২৫
অথচ হাজারো ভয় লাগলেও এটা প্রতিটি প্রানীর স্বাদ ভোগ করা লাগবে।আচ্ছা আমরা আমাদের কিংবা ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে ভাবি।ভবিষ্যতে কি হবে না হবে অর্থ সম্পদ টাকা পয়সা জমিয়ে রাখি কিন্তু সবচেয়ে কঠিন এবং সত্যি ভবিষ্যত হচ্ছে মৃত্যু কয়জনই মৃত্যু নিয়ে ভাবি।মৃত্যুর পরবর্তী ভবিষ্যত নিয়ে ভাবি।একদিন সকল অপকর্মে জবাব দিহি করতে হবে ভালো কাজের জন্য পুরষ্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি পেতে হবে।আসলে ইদানিং কেন জানি বেশ ভয় লাগে।
বাবা মা উমরাহ করতে চলে যাওয়াতে আমার ভয় দ্বিগুণ বেড়ে গিয়েছে। কেন জানি অনেক ভয় লাগে।যদি ও এতদিন আমার ফুফু আমার সাথে ছিলো তারপর ঘরে একা একা লাগতো।ফুফু অন্যরুমে ঘুমাতো তারপর ও ভয় লাগতো তাই কয়েকদিন যাবত ফুফু আর আমার ছেলে মেয়ে সহ এক বিছানায় ঘুমাতাম।কিন্তু আজকে সকালে ফুফু চলে গিয়েছে আমি পুরো রুমে একা।
যদিও আমার ছেলে মেয়ে আছে তবুও বেশ ভয় লাগছে।কত ভয় পাই আমরা মৃত্যু কে। অথচ মৃত্যু যখন কাছে চলে আসবে তখন কেউ ঠেকাতে পারবে না।আরো চাইলে ও কিংবা দূরে গেলেও।যতদিন অব্দি রিজিক আছে এই দুনিয়াতে অতদিন অব্দি আমার রুহ থাকবেই।আজকে কেন জানি মৃত্যুর কথা মনে পরছে।আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা রিলস ভিডিও চোখে পরলে এটা দেখে বেশ খারাপ লাগলো।
একটা ফ্যামিলি ব্লগ আমি প্রায় দেখতাম।মা আর দুই ছেলে মিলে বিভিন্ন ফানি রিলস বানাতো।আমি মাঝে মাঝে দেখি বেশ ভালোই লাগে।ছেলে দুইটির বাবা বিদেশ থাকতো অনেল বছর যাবত।গত ফেব্রুয়ারী মাসে খুব সম্ভব ১৭ তারিখে সৌদি থেকে বাংলাদেশে আছে।পুরো পরিবার জুরে এই কয়েকদিন রিলস দেখতাম।আজকে শুনি তাদের বাবা স্ট্রোক করছে কালকে সকালে,এখন শুনি মারা গিয়েছে।
কত অদ্ভুত তাই তা বাংলাদেশে এসে বউ ছেলেদের সাথে মাএ আটদিন সময় কাটিয়েছে।এতদিন বিদেশি থেকে কত স্বপ্ন ছিলো তাদের বাংলাদেশে এসে এটা করবে ঐটা করবে ঘুরবে ফিরবে আরো কত কি,কিন্তু কিছুই হলো না।মৃত্যু কত ভয়ংকর সত্যি।পরিবারের স্বপ্ন ছিলো তাদের বাবাকে নিয়ে।কেউ জানে না কখন কার কোথায় মৃত্যু হয়।কি লাভ এত এত স্বপ্ন দেখে,হয়তো স্বপ্নপূরনের আগেই যেতে হবে।
অথচ আমরা মনে হয় চিরদিন বেঁচে থাকার কত শত ভবিষ্য গড়ি।অনেকেতো কত অপকর্মে করে কতশত সম্পদের পাহাড় গরেছে।দেশে যদি আইনী শাসন না থাকে তাহলে মানুষ যে কত নিকৃষ্ট কাজ করে তা ইদানিং এর অবস্থা দেখলে টের পাওয়া যায়।একটার পর একটা অপকর্মের নিউজ শুনেই যাচ্ছি। আচ্ছা আমরা সৃষ্টি কর্তার কাছে কি জবাবদিহি করবো।মানুষের জীবনে সেকেন্ড এর ভরসা নেই।
আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সত্যিই আপু মৃত্যু খুব সত্যি। এর থেকে কারো মুক্তি নেই।এতো সুন্দর পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে।অথচ মানুষ টাকার পাহাড় করতে কতোই না অপকর্মে লিপ্ত হয়।ভুলেই যায় এর জবাবদিহিতা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দিতে হবে।এই দুনিয়া মিথ্যা। আসল হলো পরকাল।