বৃক্ষ মেলার কিছু ফটোগ্রাফি
আমি @rahimakhatun
from Bangladesh
১১নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।মাঝে মাঝে ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে।আসলে বাবুর জন্য এখন বেশি বের হতে পারি না তাই তেমন ঘোরাঘুরি ও করতে পারি না।তাই ছবি তুলতেও পারি না।যত বড় হচ্ছে তত দুষ্টামি আর জ্বালাতন বাড়ছে।যাই হোক আমি যে ছবিগুলো শেয়ার করবো তা হচ্ছে বৃক্ষমেলা থেকে ছবিগুলো তুলেছিলাম।মজার বিষয় হচ্ছে আমি যেদিন বৃক্ষমেলাতে যাই, যাওয়ার পথে আবহাওয়া ভালো থাকলেও পরে দেখা যায় ঐখানে যাওয়ার পর বৃষ্টি। যার জন্য বেশ বেকায়দায় পরতে হয়।এবার কিছু গাছ কিনে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে। যাই হোক চলুন তাহলে ছবিগুলো শেয়ার করি।
ছবিটা তুলেছিলাম বৃক্ষমেলা থেকে।একটি স্টলের ছবি।সারি সারি গাছ সাজিয়ে রেখেছে সৌন্দর্যের জন্য।অনেক রকমের গাছ।ফুল গাছ পাতা বাহার এবং ফল গাছ।
এই হচ্ছে কামিনী গাছ।আমার কাছে দেখতে বেশ ভালো লাগে।ভালো লেগেছে বিদায় আমি অনেক দামাদামি করে ছোট একটা কামিনী গাছ কিনেছিলাম।ছোট নিয়েছি কারন এগুলো টেনে আনতে বেশ কষ্ট কর।নিজেদের গাড়ি থাকলে আনতে তেমন একটা কষ্ট হয় না।আনার পর একটি সুন্দর টপ কিনে গাছটা লাগাই কিন্তু কেনার পর গাছ টা বেশিদিন বাচতে পারিনি।
বিভিন্ন স্টলের ছবি তুলেছিলাম।আসলে স্টলগুলো বিভিন্ন রকম করে সাজিয়েছে মানুষ দৃষ্টি আর্কষনের জন্য।এখানে রঙ্গন ফুল আর বিভিন্ন পাতা বাহারের গাছ গুলো সাজিয়েছে।
এই রকম গাছে আম ধরলে দেখতে কতই না সুন্দর। এই রকম দশ বারোটা আম গাছ থাকলে আর কি লাগে।একেকটা আম আমি এমনও দেখেছি প্রায় এক হাত ও হয়েছে। প্রায় ২/৩ কেজি হয়। আমগুলো পাকলে যখন কালার গুলো হলুদ হলে দেখতে বেশ ভালো লাগে।আমার অনেক ইচ্ছে এরকম কয়েকটা গাছ ছাদে লাগানোর জন্য।
এই গাছগুলো দেখলে আসলে দেখতেই ইচ্ছে করে,আমার বেশ ইচ্ছে এই রকম গাছ থেকে আম পেরে তারপর কেটে খেতে।যদিও আমার বাসার সামনে একটি আম গাছ আছে।তবে অনেক বড় বিদায় লাঠি দিয়ে পারতে হয়।তাছাড়া আশেপাশের মানুষ চুরি চুরি করে নিয়ে যায়।
সূযী আম না যেনে কি নাম যেন।এগুলো নাকি চীন দেশের আম।
এই গাছটার নাম আমি জানি না তবে দেখতে বেশ ভালো লাগে।আমি গত বছর কিনেছিলাম কিন্তু মারা গিয়েছে। কেন জানি কিছু কিছু গাছ হাজারো যত্ন করলে বেঁচে থাকে না।এই গাছ টা অনেক বড় হ'য়েছে, মূলত এগুলো খুব কমই এত বড় হয়।
এই ছবিটা তুলেছিলাম ইনডোর প্ল্যান্ট এর।। এগুলোর অনেক দাম কিছু কিছু গাছের।
আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাচ্চারা ছোট থাকলেও বিপদ বড় হলেও বিপদ। দুষ্টামির কোন শেষ থাকে না। যাইহোক আপু বৃক্ষ মেলায় গিয়ে চমৎকার কিছু গাছের ফটোগ্রাফি করেছেন। বৃক্ষ মেলায় গেলে অনেক ধরনের গাছ একসঙ্গে দেখতে পাওয়া যায়। এজন্য বেশ ভালোই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লাগলো দেখে।
বৃক্ষ মেলা থেকে অনেক ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো সবুজ প্রকৃতিতে ভরা। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
বৃক্ষ মেলাগুলোতে কিন্তু বরাবরই ইউনিক কিছু লক্ষ্য করা যায়। যেমন আপনার পোস্টে দেখতে পেলাম এই সময়ে আম ধরেছে আম গাছে। অবশ্য এটা আবার অস্বাভাবিক কিছু নয় কেননা কাটিমন আম গাছে বছরে তিনবার আম পাওয়া যায়। এটা হচ্ছে সেই আমের জাত। তাছাড়াও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ভালোই অভিজ্ঞতা পেলাম। বৃক্ষ মেলা নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বৃক্ষমেলা আমার কাছে খুবই ভালো লাগে। সেখানে গেলে নতুন নতুন গাছেএ সাথে পরিচিত হওয়া যায় এবং দেখাও যায়।অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ।
বৃক্ষ মেলা থেকে দারুন দারুন কিছু গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছিলেন প্রতিটা ফটোগ্রাফি সুন্দর ছিল বিশেষ করে কামিনী গাছের দৃশ্যটা বেশি ভালো লেগেছে।
অন্যান্য গাছের তুলনায় ইনডোর প্ল্যান্টের দাম সব সময় একটু বেশি থাকে। তবে এই ধরনের গাছগুলো বাসায় রাখলে ভালোও লাগে। যাই হোক, দারুন ছিল ফটোগ্রাফি পোস্ট। কামিনী গাছ কিনেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
দারুন সুন্দর সব গাছের ফটোগ্রাফি তুলে আমাদের সঙ্গে শেয়ার করলেন। এমন সুন্দর বৃক্ষ মেলায় যেতে খুব ভালো লাগে। এ এমন মেলা যেখানে শুধু গাছ আর গাছ। মনের মত এমন জায়গায় যেতে পারলে আর কিছু লাগেনা। একদম শেষে ব্যাম্বু ট্রি এর গাছটি খুব ভালো লাগলো। সবকটি ছবি ভীষণ সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন।
ইনডোর প্লান্ট সব জায়গাতেই একটু দাম বেশি হয়। আপনার কামিনী ফুলটি আসলে টেবিল কামিনী। ওটা বনজাই খুব একটা বড় হবে না। আমারও রয়েছে ওই গাছটি। বৃক্ষ মেলায় গেলে মনটা যেন জুড়িয়ে যায় ভাবি কোনটা ছেড়ে কাকে নেব। কিন্তু আমি যেখানে থাকি সেখানে বৃক্ষ মেলার কোন গল্পই নেই।
বৃক্ষ মেলা গেলে বিভিন্ন ধরনের ফুল গাছ ফলের গাছ দেখা যায়। এবং অনেক গাছের সম্বন্ধে অনেক কিছু জানা যায়। আর সময়ও ভালো যায়। আমি নিজেও বৃক্ষ মেলা ফলে ঘুরতে যাই এবং পছন্দের গাছ কেনার চেষ্টা করি। তবে আপনি বৃক্ষ মেলা গিয়ে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। সত্যি অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।