রাজশাহী কলেজের কিছু আলোকচিত্র। ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে স্বাগতম

আজ রোজবৃহস্পতি বার ১৩জানুয়ারি ২০২২ খিস্টাব্দ
২৯ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং৯জমাঃসানি ১৪৪৩ হিজরী ।

এখন ষড়ঋতুর (শীতকাল) ।


আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

অনেক দিন পর নতুন একটি ব্লগ এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে রাজশাহী কলেজের কিছু আলোকচিত্র।আমি এর আগে অনেক বার বলেছি রাজশাহী জেলাটা অনেক সুন্দর এবং গুছানো। এবং শিক্ষার নগরী বলা হয় রাজশাহীকে। তাছাড়া পদ্মা নদী তো আছেই। এক কথায় অপুরূপ সৌন্দযের একটি দেশ। এই এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। দিনের রাজশাহী এর চেয়ে রাতের রাজশাহী অনেক সুন্দর। যাই হোক আমি আজকে দেখাবো রাজশাহী কলেজের কিছু আলোকচিত্র। চলুন দেখে নেওয়া যাক।

রাজশাহী কলেজের ছবি

269967334_1092363788193022_5908015098634269420_n.jpg

source

রাজশাহী কলেজের ফ্রন্ট সাইডের ছবি

Device- samsung SM-A217F

কলেজ নিয়ে কিছু কথা

এক কথায় কলেজতা অনেক সুন্দর। মোটামুটি বড়। আমি জানতে পারলাম এই কলেজটা নাকি ইংরেজরা বানিয়ে গেয়েছিলেন। অর্থাৎ তারা নাকি এই খানে ছিলেন। ভিতরটা অনেক সুন্দর। পুকুর ,বাগান এবং খেলার জন্য অনেক বড় মাঠ ও আছে। সাইকেলিন এবং হাঁটার জন্য সুন্দর সুন্দর রাস্তা আছে।তাছাড়া অনেক গুলা ক্লাস রুম আছে। একেক সাবজেক্টের একেক ভবন। মোটকথা কলেজটা গুছানো। চলেন দেখে আসি ছবিগুলা

রাজশাহী কলেজের কিছু আলোকচিত্র

270090465_253527436856570_197339906943343503_n.jpg

পরন্তবিকালের ছবি

source

270549752_509634183726446_8287208310802397707_n.jpg
আরেকটি ভবন

source

271294253_615208216374749_4454256920577418184_n.jpg
source

270369337_1256191008194993_6393249536260820782_n.jpg

ভবনের পিছনের বাগান

source

270682113_528842621512805_7528557728372988320_n.jpg
source

269964260_621428732498985_7873675551892416968_n.jpg
কয়েকটি ডিপার্টমেন্ট

source

271438741_3016375158601611_4140884102886856410_n.jpg
অন্য আরেক ভবন

source

270735205_3184860185170243_3425489425783309545_n.jpg
অন্য কয়েকটি ডিপার্টমেন্ট

source

269612524_440592270870811_7295247269546234865_n.jpg
অনেক বড় খেলার মাঠ

source

271418423_4668266419888555_5622967608128280463_n.jpg
পদ্মা পুকুর।

source



আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

সবাইকে ধন্যবাদ

devicesamsung SM-A217F
Locationrajshahi
link
[source](https://what3words.com/lashed.collect.taskbar)

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

262062024_634772777967042_2697391207345170494_n.png

263544199_1053046818602365_4060455287568505597_n.png

267982499_674526233926699_1799859951670034610_n.gif

Sort:  

রাজশাহী কলেজের এমন অপরুপ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগল।রাজশাহীতে আমার পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু একটি কারণে তা আর হয়ে ওঠে নি। কিন্তু ভেতরের দৃশ্য গুলো অনেক ভালো লাগল। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

হ্যা,আমার দেখা অনেক সুন্দর একটা কলেজ। আমিতো সব ছবি দিতে পারি নি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তোলা রাজশাহী কলেজের কিছু আলোকচিত্র গুলো অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। রাজশাহী কলেজের বিভিন্ন ফটকের আলোকচিত্রগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছে যা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।ভাইয়া

 3 years ago 

স্বাগতম আপনাকে আপু 💚

 3 years ago 

  • রাজশাহীর কলেজের ছবিগুলো দেখে তো খুবই চমৎকার লেগেছে ‌‌প্রত্যেকটি ছবি আমার খুবই ভালো লেগেছে। অপরূপ সৌন্দর্য দিয়ে ঘেরা রাজশাহি কলেজ। অসম্ভব সুন্দর ভাবে বিল্ডিংগুলো তৈরি করেছে। সব মিলিয়ে অসাধারন লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।
 3 years ago 

হ্যা,ভাইয়া এটি সেই ইংরেজদের আমলের কলেজ, অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর ও চমতকার একটি কলেজ।আর একটি বিষয় হলো ইংরেজ র সেই ওই আমলেই এত সুন্দর কাজ গুলও করে গিয়েছে
যদিওবা শোষণ এই বেশি করেছে কিন্তু তাদের হাত ধরেই এই উপমহাদেসে শিক্ষা বাবসাথার আমূল পরিবর্তন হয়েছে।

 3 years ago 

রাজশাহী কলেজের সৌন্দর্য আপনি এই পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। খুব সুন্দর হয়েছে প্রতিটি ছবি। কলেজ প্রাংগণ দেখতে অনেক সুন্দর। এবং কলেজ বেশ উন্নত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রাজশাহী কলেজ খুবই পরিপাটি, সেই সাথে আপনি অনেক সুন্দর করে ফটো তুলছেন। প্রতিটা ফটো অনেক সুন্দর হয়েছে আপনার ফটোর মধ্য দিয়ে রাজশাহী কলেজটা দেখে নিলাম।শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80256.83
ETH 2139.65
USDT 1.00
SBD 0.65