শব্দ দূষণ।
আমি @rahimakhatun
from Bangladesh
১২ ই ডিসেম্বর ২০২৪
নিজের সামান্য আনন্দের জন্য অন্যের যে কষ্ট হচ্ছে তার কোন খেয়াল নেই। এখন তো আবার মানুষ রাতের বেলায় এই শব্দ দূষণ বেশি করছে অথচ সারাদিন কাজ করার পর মানুষ তৃপ্তি ঘুম দেয় অথচ এই ঘুম হারামের কারন হয়ে দাড়ায় এই শব্দ দূষণ। অনেক বাড়িতে বাচ্চা কিংবা বয়স্ক মানুষ থাকে যাদের শব্দে অনেক ক্ষতি হয় কিন্তু এর জন্য কারো কোন টেনশন নেই।
অনেক সময় বাচ্চাদের পরীক্ষা থাকে এই শব্দের কারনে বাচ্চারা পড়তে পারে না,এমন ঘটনা আমাদের আশে পাশে অহরহ ঘটছে।এই আজকে আমার বাসার পাশে একটা মাঠ আছে কার নাকি জন্মদিন, যার জন্য সেই সন্ধ্যা থেকে এখন অব্দি পুরো ফুল ভলিউম এ কি উল্টা পাল্টা গান বাজাচ্ছে। আমাদের পুরো বিল্ডিং কাপছে এত এত সাউন্ড। আমার মাথা ব্যাথার সমস্যা আছে পুরো মাথা কেমন যেন করছে,আমার বাবুটা সাউন্ড এর কারনে একটু পর পর উঠে কান্না করছে।
কি যে একটা অবস্থা। কেউ ভয়ে কিছুই বলতে পারছে না কারন কে বলে আবার বিপদে পরবে।কারন এই বকাটে ছেলেগুলো কেউ এই এলাকার নয় সব মনে হচ্ছে বাহিরের।এদের গেটআপ দেখলেই বুঝা যায় কোন এক বস্তি থেকে এসেছে।খুব বেশি বয়স হবে তা কিন্তু না।এত রাত অব্দি বাসায় আসে নি তাদের বাবা মা কি কিছু বলে না।
আমার বাবা অফিস শেষ করে বাসায় ফিরেছে কেমনে যে ঘুমাবে আল্লাহ জানে।এমনি ঘুম হয় না বাবা, পুরো ফ্ল্যাটে দরজা জানালা বন্ধ তাও এত সাউন্ড আসছে।আমার একটায় প্রশ্ন এরা এত টাকা কোথায় পায়,এত বড় প্রোগ্রাম করার জন্য।কথায় বলে এমন জীবন গড় মরিলে কাঁদিবে ভুবন বাঁচিলে হাসবে সবাই।নিজের আনন্দের কারন যেন অন্যের কষ্টের কারন না হয়।এত রাত অব্দি গান বাজানোর জন্য এরা পারমিশন পাশ কোথা থেকে।অথচ পাশের বাসায় একজন মারা গিয়েছে, কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ।
মানুষ একেবারে বিবেকহীন হয়ে যাচ্ছে। আসলে সবকিছুর একটা লিমিটেড থাকা উচিত,কোন জিনিস অতিরিক্ত ভালো না।সারারাত এত জোরে জোরে গান বাজছে, এখন সকালে উঠে দেখি বেশ মাথা ধরে আছে।পাশের ফ্ল্যাটে আপা বেশ অসুস্থ এত সাউন্ড এর জন্য সে বেশি অসুস্থ হয়ে গিয়েছে।আমি শুধু এলাকার একটা মানুষ ও কি বলতে সাহস হলো না।কোন এলাকা থেকে এসে এমন নোংরা জন্মদিন পালন করে।আসলে মানুষের মৃত্যুর কোন ভয় নেই।
কেউ মানুষকে কষ্ট দিয়ে এমন জন্মদিন পালন করে, অথচ জন্মদিন টা এমন ভাবে পালন হতো যদি এই শীতে যারা রাস্তায় থাকে তাদের যদি শীতের কাপড় কিংবা তাদের থাকার একটা জায়গা করে দিতো তাহলে সেই মানুষগুলো স্বস্তি পেতো এমনকি সৃষ্টিকর্তা ও খুশি হতো।এটাই কিন্তু আমাদের ইসলাম।আমার প্রিয় নবী কিন্তু মানুষের উপকারের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে এমনকি তার সাহাবীরা ও এত এত ধনী হওয়ার পর নিজের জন্য কিছু রাখেনি।
যাই হোক পরিশেষে এতটুকু বলতে চাই আনন্দ এমন ভাবে উদযাপন করা উচিত না অন্যর কষ্টের কারন হয়।জন্মদিন মানে আনন্দ না জন্মদিন মানে মৃত্যু একধাপ করে এগিয়ে যাওয়া, জন্মদিন মানে বয়স বাড়া না জন্মদিন মানে বয়স কমা।যাই হোক আজ এই অব্দি আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে, সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কি অবুঝ! শুধুমাত্র জন্মদিন উপলক্ষে এত মাইক বাজছে শুনেই তো আমার কেমন লাগছে! আমাদের এদিকেও জন্মদিন পালন হয় এবং গানবাজে কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং এমন জোরে নয় যাতে পাশের বাড়িতে লোক অতিষ্ট হয়ে যায়। আপনারা অনেকে মিলে আপনাদের এলাকার জন্য একটি নির্দিষ্ট নিয়ম তৈরি করতে পারেন ফলে এসব থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।