ফ্রেন্ডদের সাথে কফিশপে একদিন
আমি @rahimakhatun
from Bangladesh
৮ই সেপ্টেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ শুক্রবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
তারপর একটা সময় কফিতে চুমুক দিতেই একটা প্রশান্তি ফিল হলো,কিন্তু কিছুক্ষন পরে দেখি মুখে কেমন জানি প্লাস্টিকের মত লাগছে সবার দেখি একই অবস্থা। তারপর যখন আমরা যখন দোকানদারকে বললাম ওরা বিশ্বাস করতে চাচ্ছিলো না আমরা যখন গ্লাস থেকে একে একে সবটা দেখাচ্ছিলাম পরে চুপ হয়ে গিয়েছে বললো হয়তো যে লিকুইড দুধ দিয়ে বানিয়েছে সেটাই থাকতে পারে।আমাদের এক ফ্রেন্ড তো অনেক ক্ষেপে গিয়েছিলো পরে ওরা বলেছিলো চেঞ্জ করে আনবে কিন্তু আমাদের রুচিতে দিচ্ছিলো না।
পরে আরকি আমরা ওই ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম নিলাম পরে ওরা সবার জন্য আরেকবার বানিয়ে এনেছিলো কিন্তু আমরা খাইনি।আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
device | Galaxy A13 |
---|---|
Location | dhaka |
source |
ধন্যবাদ সবাইকে
শরীর ভালো না থাকলে কোন কাজই করতে ইচ্ছা করে না। তাছাড়া ছুটির দিনে এমনিতে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আপনারা সেই ছোটবেলার ফ্রেন্ডরা সব একসাথে থাকেন দেখে ভালো লাগলো। এ জন্য সবার মধ্যে এখনো বেশ ভালো যোগাযোগ রয়েছে। আমাদের ফ্রেন্ডরা তো একেক জন একেক জায়গায় থাকে খুব একটা দেখা সাক্ষাতই হয় না। কফি শপে আড্ডা বেশ ভালোই জমেছিলো মনে হচ্ছে। দেখে ভালো লাগলো আপু।
আসলেই আপু শরীর ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগে না।ছুটির দিন বলে কথা তাই আরকি আলসমি লাগে।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আসলে আপু শরীর ভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না ।আপু সত্যি সেই ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলে কি যে আনন্দ লাগে বলার মতো নয়।তবে আপনারা সবাই পাশাপাশি থাকেন বলে হয়তো এভাবে দেখা করা সম্ভব হয়েছে। আর সবাই মিলে কফি খাওয়ার মজাই আলাদা। তবে কফিটা ভালো না হওয়ায় একটু খারাপ লাগল।আসলে আপু একবার একটা জিনিস ভালো না লাগলে পরে যতই ভালো হোক আর খেতে ইচ্ছে করে না।ধন্যবাদ আপু।
আসলে স্কুল জীবনের ফ্রেন্ডের সাথে তুলনা হয় না।ওদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে।আসলেই কফিটা ভালো পরেনি।ধন্যবাদ
আসলে শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোথাও যেতে ইচ্ছে করে না তেমন। কিন্তু ফ্রেন্ডদেরকে তো আর সারাক্ষণ মানা করা যায় না। আপনার ছোটবেলার ফ্রেন্ড দের সাথে আপনার এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে এটা জেনে ভালো লাগলো। যদিও কফির কথা শুনে অনেক খারাপ লেগেছে। তবে যাই হোক বন্ধুদের সাথে কিন্তু কফি সাথে আড্ডা দেওয়ার মজাটা আলাদা।
হুম ছোটবেলার ফ্রেন্ড এর সাথে আমার এখনও ভালো সম্পক রয়েছে। আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা।
ছোটবেলার বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে কারণ তাদের সঙ্গে ছোটবেলায় কাটানো অনেক সুন্দর কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো ঘুরাঘুরির মুহূর্তে মনে পড়ে যায়। অনেকদিন পরে ফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর একটি অতিবাহিত করেছেন দেখি ভালো লাগে তবে বর্তমান সময়ে এমন অনেক নামিদামি রেস্টুরেন্ট আছে যেখানকার খাবার গুলো তেমন একটা ভালো না ডেকোরেশন সুন্দর কিন্তু খাবারের মান অনেকটাই খারাপ। যাইহোক আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে রেস্টুরেন্ট এর ডেকোরেশন যত বেশি সুন্দর খাবারের মান ঠিক ততই বেশি বাজে।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
ফ্রেন্ড দের সাথে কফি সাথে বেশ ভালোই আড্ডা জমিয়েছিলেন বুঝতে পারছি। আসলে এখন খুবই কম দেখা যায় পুরাতন বন্ধু গুলোর সাথে সম্পর্ক। তবে আপনাদের সবার সম্পর্কটা এরকম ভালো রয়েছে এটা জেনে সত্যি খুব ভালো লেগেছে। দোয়া করি যেন আপনাদের ফ্রেন্ডশিপ সারা জীবন এরকম থাকে।
আসলেই ইদানিং সম্পর্ক গুলো টিকিয়ে রাখা বেশ কষ্টকর।কাছাকাছি বাসা না থাকলে দেখা করা বেশ কষ্টকর।
আপু অনেকদিন পরে বান্ধবীদেরকে নিয়ে কফি হাউজে গিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। কেজি স্কুলের বান্ধবী মানে সব থেকে ছোট কালের বান্ধবী। কফিতে তো এ ধরনের প্লাস্টিক থাকার কথা নয়! তবে এদের কফিতে কিছু একটা ঝামেলা অবশ্যই আছে। যাইহোক অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা করে সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে ভালো লাগলো।
সেটাই কথা কফিতে যে কেমন করে প্লাস্টিক চলে এসেছে আমরা কেউই জানি না সবগুলো কাপেই ছিলো এমন প্লাস্টিক।