ভালোবাসার প্রতীক

চলুন ফুলের রাণীকে নিয়ে আলোচনা করি

IMG_20231223_202729.jpg

ফুলের রাণী গোলাপ। দেশ বিদেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মানুষটি গোলাপ পছন্দ করে না। যেকোনো মানুষের পছন্দের শীর্ষে থাকে গোলাপ।

গোলাপের বৈশিষ্ট্য:

গোলাপেও কাটা থাকে একটি প্রবাদ আছে।
কাঁটাযুক্ত গোলাপই সচারাচর দেখা যায়।
কলি থেকে ফুল হয়ে ফুটে মেলে যায় চারদিকে।
বিভিন্ন রঙের গোলাপ হয়। আমার চোখে দেখামতে লাল, হলুদ, কালো, সাদা, গোলাপী রঙের গোলাপ পেয়েছি।

IMG_20231223_202316.jpg

গোলাপে মজেনি এমন কেউ নেই। শ্রদ্ধা থেকে স্নেহ, প্রেম ভালোবাসা সব জায়গায় গোলাপের আধিক্য। প্রেমিকের হাত থেকে গোলাপ উপহার পেলে প্রেমিকা যে পরিমান খুশি হয় সেই মুহুর্ত উপভোগ পৃথিবীর সুন্দরতম মুহুর্তের একটি।
নবীন বরন কিংবা বিদায়ী বেলায় গোলাপের সমারোহ ঘটে।

IMG_20231223_202536.jpg

তাই যেকোনো আয়োজনে যে কাউকে খুশি রাখতে গোলাপ দিন। প্রিয়জনকে ভালোবাসা জানাবার জন্য গোলাপ দিন। গোলাপ কে ভালোবাসার প্রতীকী করে নিন।

একটি গোলাপ এক আকাশ ভালোবাসা।।

Sort:  
 6 months ago 

খুব সুন্দর কথা একটি গোলাপ এক আকাশ ভালোবাসা। গোলাপকে ফুলের রাণী বলা হয়ে থাকে।আর গোলাপ কে ভালোবাসার প্রতিক হিসেবে ব্যাবহার হয়ে থাকে দেশে বিদেশে লাল,সাদা,গোলাপি,হলুদ নানান রকমের বাহারি গোলাপ আমাদের মন কেড়ে নেয়। ধন্যবাদ সুন্দর গোলাপ নিয়ে পোস্ট টি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19