DIY " এসো নিজে করি "থ্রিডি চিত্র অঙ্কন পদ্ধতি(১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আজকে আপনাদের সাথে একটি থ্রিডি চিত্র অঙ্কন শেয়ার করবো এবং এইটার পদ্ধতি নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো।বেশি কথা না বলে চলেন শুরু করি।
থ্রিডি চিত্র অঙ্কন |
---|
উপকরণ
- অফসেট পেপার
- 2B পেন্সিল
- জেল পেন(ব্ল্যাক ও বুলু মিডিয়াম)
- স্কেল
১ম ধাপঃ
3D চিত্রটি তৈরি করতে অংকনের নির্দিষ্ট স্থান স্থাপন করে নিয়েছি।
এরপর মার্জিনাল লাইন দুপাশ হতে অংকন করে নিয়েছি।
চার দিক হতে একই মাপের টাইলস বার চিত্রের মতো ড্র করে নিয়েছি।
মার্জিনাল সাইডের এক চতুর্থাংশ জায়গা হতে একটি চতুর্ভুজক্ষেত্র অংকন করে নিয়েছি।
এরপর চতুর্ভুজক্ষেত্র হতে লাইন ডায়াগ্রাম অংকন করে নিয়েছি।
এবার চিত্রের ন্যায় ফ্লো লাইন ম্যাচিং করে অংকন করে নিয়েছি।
এরপর স্কেলের সাহায্যে বিভিন্ন এংগেল এ সমান মাপের অংশ অর্ডারলি অংকন করে নিয়েছি।
এরপর বিভিন্ন ক্ষেত্রে ব্ল্যাক জেল পেন এবং আউটলাইনার সাহায্যে অংকন করে নিয়েছি।
এরপর পেন্সিলের সাহায্যে অভ্যন্তরীন ক্ষেত্রের নিম্নভাগ হতে শেডিং করে নিয়েছি।
অতঃপর আমার ইউজার নাম লেখার মাধ্যমে আমি আমার অঙ্কন শেষ করেছি।
আর এভাবেই তৈরি হয়ে গেলো আমাদের থ্রিডি চিত্র অঙ্কন পদ্ধতি।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি খুবই সুন্দর একটি থ্রিডি চিত্র অঙ্কন করেছেন। আপনার থ্রিডি চিত্র অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক নিখুঁতভাবে চিত্র অংকন টি সম্পন্ন করেছেন। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম।
ওয়াও আপনি অসাধারণ অঙ্কন করেছেন আপনার থ্রিডি অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি খুব সুন্দর ভাবে আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে থ্রিডি চিত্র অঙ্কন পদ্ধতি শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
ভাই আজকে প্রথম আপনার থ্রিডি চিত্র দেখলাম। আপনার অঙ্কন করা এই থ্রিডি চিত্রটি অসাধারণ হয়েছে।থ্রিডি চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
থ্রিডি চিত্র অঙ্কন পদ্ধতিটি অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটি অনেক ভালো লাগছে দেখতে। থ্রিডি চিত্র অঙ্কন সম্পর্কে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি জেল পেন পেন্সিল এবং একটি স্কেল এর মাধ্যমে অনেক নিখুঁত একটি থ্রিডি চিত্রাঙ্কন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটি দেখে সত্যিই অনেক আনন্দিত হলাম কেননা এমন ইউনিক একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই মুগ্ধ হবার মত একটা বিষয়। ধন্যবাদ ভাই আপনাকে এমন চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।
আপনার কাছে ভাল লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
খুবই সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। আর্ট টি খুবই জটিল কিন্তু আপনি খুবই সুন্দর ভাবে করছেন। আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর আপনার আর্ট অনেক নিখুঁত ভাবে শেষ করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনার তৈরি করে থ্রিডি আটটি দেখতে অনেক সুন্দর হয়েছে । সুন্দর হবে তৈরি করার পাশাপাশি আপনি অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
অসাধারণ হয়েছে আপনার থ্রিডি চিত্রাংকন টি। প্রথম দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি। দক্ষতা সাথে তৈরি করেছেন আপনি।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য।
পেন্সিল দিয়ে চমৎকার করে একটি থ্রিডি চিত্রাংকন করেছেন যা সত্যিই দেখার মতো। দেখে মনেই হচ্ছে না এটা একটা চিত্রাংকন। প্রথমবার দেখে মনে হচ্ছিল কিছুটা উপর থেকে নিচের দিকে একটা ফটোগ্রাফি নেয়া হয়েছে। আপনি থ্রিডি চিত্রাঙ্কনের প্রত্যেকটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।