আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো দেখে
আমার ছাদ ভর্তি গাছ আছে ,কাটা মুকুট আছে বিভিন্ন জাতের
আর আপনি যে গাছ টির নাম জানেন টা ওই গাছের নাম দোপাটি
এই গাছের বীজ গুলো ম্যাজিক এর মত বীজ গুলো পেকে গেলে বীজ টা টাচ করা মাত্র বীজ টা খুলে সব ভিতরের বীজ গুলো বের হয়ে যায়
আপু আপনাদের বাড়িতে তো দেখছি তাহলে অনেক ধরনের কাজ রয়েছে। দেখতে নিশ্চয়ই তা খুবই ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।