ডিমের কালিয়া বাড়িতে গেলে মাঝে মাঝে খাওয়া হয়। আমি ডিম খেতে খুব পছন্দ করি। আমরা যারা মেসে থাকি তাদের ডিম একমাত্র ভরসা। তবে মেসে থাকলে ডিমের কালিয়াটা আমার রান্না করা হয় না বললেই চলে। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনি মজাদার ডিমের কালিয়া রান্না করেছেন দেখে লোভ লেগে গেল। এভাবে ডিমের কালিয়া রান্না করলে খেতে অনেক মজা হয়। রেসিপিটি বেশ ভালো লেগেছে।