আজকের লেখা কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো আপু। আপনার মত আমিও কান্না করতে পছন্দ করি না কিন্তু কান্না করে ফেলি। সত্যি পৃথিবীর কি নিয়ম। কত ফুল ফোটে আবার ঝরে যায়। পৃথিবীর এই নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। মানুষ ফুলের মত জন্ম নেয়,আবার ফুলের মতই ঝরে যায় অর্থাৎ মারা যায়। চমৎকার লাগলো আপনার লেখা কবিতা গুলো।