সাদা কাগজের উপর নকঁশা এঁকে সে অনুযায়ী কাগজ ছোট ছোট করে কেটে দারুন সুন্দর নকশা তৈরি করেছেন। এরকম নকঁশা দিয়ে ছোটখাটো পূজার প্যান্ডেল সাজালে দেখতে ভারী সুন্দর লাগে। কাগজ কেটে কেটে দারুন সুন্দর নকশা তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। দেখে খুব ভালো লাগলো আপু।