সবগুলো খাবারই তো লোভনীয়। মেহমানরা কোনটা ছেড়ে কোনটা খাবে? বাড়িতে মেহমান এসেছিল সেই উপলক্ষে আপনার মা এবং খালামণি অনেক ধরনের রান্না করেছে দেখছি। পোলাও এর সাথে চিকেন রোস্ট মনে হচ্ছে খেতে তো ভীষণ ভালো লাগে।সাথে ডিম ভাজি মাছ ভাজি আরো কত কি রয়েছে। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে জিভে জল এসে গেল ভাইয়া। চিংড়ি মাছ আমার খুব প্রিয়। অবশ্য আমার এলার্জি নেই যাদের অ্যালার্জি আছে তাদের চিংড়ি মাছ পছন্দ হলেও খেতে পারেনা। লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে একেবারে লোভ লেগে গেলো।
জী মেহমান আসলে একটু ভালোমন্দ খাওয়া দাওয়া হয়। ধন্যবাদ।