ভাইয়ের ছেলে নানুবাড়ি থেকে অনেকগুলো টক বড়ই নিয়ে এসেছে। আপনারা বেশ মজা করে টক বড়ই খেয়েছেন দেখছি। এভাবে চাটনি বানিয়ে টক বরই খেতে সত্যি অনেক ভালো লাগে। আমার যে কতদিন টক বড়ই খাওয়া হয়না। এ বছরে বড়ই খেতেই পারলাম না। আপনাদের বড়ই খাওয়া দেখে আমার তো বড়ই খেতে ইচ্ছে করছে। বড়ই খাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন পড়ে ভালো লাগলো।
বরইগুলো খুবই মজার ছিল আর আমরা সবাই খুবই আনন্দ করে খেয়েছি আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।