কৃষকেরা যখন নতুন ধান কেটে নিয়ে আসে,তখন কৃশানীরা সেই নতুন ধান দিয়ে নবান্ন উৎসব পালন করে এমনটা বয়ে পড়েছি। আপনাদের ওখানে ক্ষীর রান্না করে নবান্ন উৎসব পালন করা হয়েছে। আমাদের এখনো নতুন ধান ঘরে ওঠেনি নতুন ধান ঘরে উঠলে মা প্রত্যেক বছর নতুন ধানের আতপ চালের পায়েস রান্না করে নবান্ন উৎসব পালন করে। তবে গ্রামের সবাই মিলে একসাথে নবান্ন উৎসব পালন করার মজাই আলাদা। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।