"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ12 days ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২১ শে জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000164703.jpg

ফটোগ্রাফি গুলো একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। কয়েকদিন আগে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় মডারেটর @tangera আপুর একটি পোস্ট দেখে ভীষণ খুশি হয়েছিলাম। আর এই পোস্টটা ছিল "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৬৮ || শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি। শীতকালীন সময়ে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। শীত মানেই বিভিন্ন ফুলের সমারোহ। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেদিনে আপুর পোস্ট দেখেই মনে মনে ভেবে রেখেছিলাম শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। আমার বাংলা ব্লগে এ ধরনের কোন প্রতিযোগিতায় এবারই প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আশা করছি আমার শেয়ার করা শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১


1000164463.jpg

1000015457.jpg

ক্যাপশন: কসমস ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০ জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফি তে রয়েছে কসমস ফুল। এই ফুলগুলো মূলত বিদেশি ফুল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফুল হয়ে থাকে। এই ফুলগুলো মূলত সৌন্দর্য বৃদ্ধি করে। এই সুন্দর ফুল গুলো আমি ইউটিউব ভিলেজ থেকে ক্যাপচার করেছিলাম। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রংয়ের ফুল দেখতে ভীষণ সুন্দর।ইউটিউব ভিলেজে অনেক ধরনের ফুলের মধ্যে এই ফুলগুলো অন্যতম সৌন্দর্য বহন করেছে।



ফটোগ্রাফি নং-২


20231104_133509-01.jpeg

ক্যাপশন: গাঁদা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৬ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে চমৎকার গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা মূলত গাঁদা ফুলের ছোট্ট কলি। ছোট্ট একটি ফুলের কলির উপর বসে আছে সুন্দর একটি প্রজাপতি। শীতের সময় চারিদিকে গাঁদা ফুলের সমাহার। গাঁদা ফুল ছোট, বড় এবং রং ভেদে আলাদা হয়ে থাকে। প্রতিটি ফুলের গন্ধ একই। গাঁদা ফুলের উপর এই প্রজাপতির বিচরণ এতটাই চমৎকার লাগছিল যা আমাকে ফটোগ্রাফি করতে বাধ্য করল।



ফটোগ্রাফি নং-৩


1000164448.jpg

ক্যাপশন:ভার্বেনা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

শীতকালীন ফুল গুলোর মধ্যে ভার্বেনা অন্যতম। এই ফুল মূলত ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুল ফুটতে দেখা যায়। পুরো শীতের সময়টা জুড়ে এই ফুল তার সৌন্দর্য ধরে রাখে। এই ফুলগুলোর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই চারা রোপন করা হয়। এই ফুলগুলো নিজস্ব কোন গন্ধ নেই। ফুলগুলো একেবারে গন্ধহীন। বাড়ি বা আঙ্গিনার সৌন্দর্য বাড়াতে টবে ফুলগুলো রোপন করা হয়। এই সুন্দর ফুল গুলো ইউটিউব ভিলেজ থেকে ক্যাপচার করেছিলাম।



ফটোগ্রাফি নং-৪


1000164416.jpg

1000164419.jpg

ক্যাপশন:চন্দ্রমল্লিকা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা আমাদের অতি পরিচিত একটি ফুল। এই ফুলের মূলত অনেক প্রজাতি রয়েছে। এই ফুলের বৈচিত্রের মূল কেন্দ্রস্থল হলো চিনে। বাণিজ্যিকভাবে এটি আমাদের দেশে চাষাবাদ করা হয়। এই ফুল গুলো মূলত শীতকালীন ফুল। অক্টোবর মাসে ফুলের কুঁড়ি জন্মায় এবং নভেম্বর মাসে ফুলগুলো ফোটে। এই ফুলগুলো ফোটার পরে গাছে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত তাজা থাকে। এই ফুলগুলো সৌন্দর্য দিক অন্যতম। এই ফুলগুলোকে অনেকে চন্দ্রমুখি ফুল বলে থাকে।



ফটোগ্রাফি নং-৫


20241103_082820.jpg

ক্যাপশন: কস্তুরি ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৯ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফুলগুলোকে আমরা মূলত কচুরিপানা বা কস্তুরি ফুল বলে থাকি। এরা সাধারণত জলজ উদ্ভিদ।কচুরিপানা মুক্তভাবে ভাসমান। এর আদিবাসী দক্ষিণ আমেরিকায়। এই ফুলের সাতটি প্রজাতি রয়েছে। তবে এর এই প্রজাতিটি বেশি দেখা যায়। গ্রাম বাংলার পুকুরে এই ভাসমান ফুলগুলো বেশি দেখতে পাওয়া যায়। সুন্দর যে দিক দিয়ে বেশ পরিপূর্ণ। জলে ভাসা কচুরির মধ্যে এরকম সুন্দর ফুল কার না ভালো লাগে। ভালোলাগা থেকেই এই চমৎকার ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।



ফটোগ্রাফি নং-৬


20240228_164932.jpg

ক্যাপশন: ধনিয়া ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফি তে রয়েছে ধনিয়া ফুলের ফটোগ্রাফি। ধনিয়া আমাদের খুবই পরিচিত একটি উদ্ভিদ। এই ধনিয়া পাতা কে আমরা ধনিয়া বলে থাকি। এটা মূলত একটি সুগন্ধি ঔষধি গাছ। ফটোগ্রাফিতে দেখতেই পাওয়া যাচ্ছে মৌমাছি ধনিয়া ফুল থেকে মধু সংগ্রহ করছে। ধনিয়া ফুলে সৌন্দর্য আছে বটে। ধনিয়া ফুল থেকে যে বীজ হয়ে থাকে তা আমরা মসলা হিসেবে ব্যবহার করি। ধনিয়া পাতাও আমরা খাবারের স্বাদ বাড়াতে খেয়ে থাকি। এছাড়াও ধনিয়ার বীজ সুগন্ধি তেল বা ঔষধে ব্যবহার করা হয়।



ফটোগ্রাফি নং-৭


1000164460.jpg

1000164702.jpg

ক্যাপশন: গাঁদা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০ জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। আগেই বলেছি গাঁদা ফুল অনেক প্রজাতির হয়ে থাকে। এখানে আমি দুই প্রজাতির গাঁদা ফুলের ফটোগ্রাফি ধারণা করেছি। গাঁদা ফুল শীতকালীন ফুলের মধ্যে অন্যতম জনপ্রিয় ফুল। গাঁদা ফুল চাষ করা অন্যান্য ফুলের তুলনায় অতি সহজ। চাষ পদ্ধতি সহজ এবং অধিক লাভজনক হওয়ায় এই ফুলের চাষাবাদ বেশি দেখা যায়। এই ফুলকে অনেকেই "গেন্দা" ফুল বলে থাকে। ইংরেজিতে এই ফুলের নাম মেরিগোল্ড। এই ফুল সৌন্দর্যের দিক দিয়ে অনেক এগিয়ে। বাগানের শোভা বর্ধন, রংয়ের বৈচিত্র্যতা, বর্ণের বৈচিত্র্যতা এবং এর কমলতা সর্বশ্রেণীর মানুষকে মুগ্ধ করে দেয়।



ফটোগ্রাফি নং-৮


20231104_133722-01.jpeg

ক্যাপশন: লান্টানা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর লান্টানা ফুল। লান্টানা ফুল গ্রামবাংলায় ভূতভৈরবী ফুল নামে পরিচিত। এই ফুলগুলো রংয়ের হয়ে থাকে। এই ফুলের অত্যাধিক প্রজাতি রয়েছে। এই ফুলগুলো বাংলাদেশ এবং ভারতের সমস্ত অঞ্চলে পাওয়া যায়। এই ফুল গুলোর আদি নিবাস আমেরিকায়। বাংলাদেশে এই ফুলগুলোকে বনফুল বলা হয়। এই ফুলে রয়েছে অনেক ধরনের নাম। একটি গাছে অনেক ফুল হয়ে থাকে। থোকায় থোকায় ফুলগুলো গাছের সৌন্দর্য বাড়িয়ে তোলে।



ফটোগ্রাফি নং-৯


1000164413.jpg

ক্যাপশন: ডালিয়া ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০ জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে ডালিয়া ফুল। শীতকালীন মৌসুমী ফুলের ভেতরে ডালিয়া ফুল সবথেকে বড় ও আকর্ষণীয় রঙের হয়ে থাকে। এই ফুলগুলো আমেরিকা এবং মেক্সিকোতে সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তবে শীতকালীন মৌসুমে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ডালিয়া ফুলের চাষ করা হয়। মেক্সিকোর জাতীয় ফুলের নাম ডালিয়া। এই ডালিয়া ফুলের ঔষধি গুনাগুন রয়েছে। ডালিয়া ফুলের অনেক প্রজাতি রয়েছে। শীতকালীন সময়ে ডালিয়া ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।



ফটোগ্রাফি নং-১০


20231226_144741-01.jpeg

20231225_082224.jpg

ক্যাপশন: সরিষা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৮ শে ডিসেম্বর ২০২৪খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের দৃশ্য। শীতকালীন সময়ে গ্রামীণ মাঠগুলোতে হলুদ চাদরের মতো ছড়িয়ে থাকে সরিষা ফুল। মাঠ ভরা সরিষা ফুলের হলুদ দৃশ্য যেন স্বর্গীয় সৌন্দর্যকেও হার মানাবে। এ সময়ের সরিষা ফুলের মাঠের আশেপাশে গেলে সুন্দর গন্ধে হৃদয় ভরে যায়। এরকম সুন্দর জায়গাতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সরিষা ফুল সৌন্দর্য যেমন পরিপূর্ণ তেমনি এর রয়েছে অনেক ঔষধি গুনাগুন। সরিষা ফুলে অনেক ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। কিছুদিন আগেই সরিষা ফুলের অপরূপ দৃশ্য দেখার জন্য গ্রামীণ মাঠে গিয়েছিলাম আর সেখান থেকেই মূলত এই ফটোগ্রাফি করেছিলাম।



ফটোগ্রাফি নং-১১


20240319_131037.jpg

ক্যাপশন: মেক্সিকান সানফ্লাওয়ার
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে হলুদ রঙের মেক্সিকান সানফ্লাওয়ার। আমেরিকা এবং মেক্সিকো তে এই ফুলের ব্যাপক পরিমাণে চাষ করা হয়। এ ধরনের ফুল আমার কাছে বেশ নতুন লেগেছে। এই ফুল গুলো দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতই। অনেকে এই ফুল গুলোকে বন সূর্যমুখী ফুল বলে থাকে। হলুদ রঙের এই মেক্সিকান সানফ্লাওয়ার ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম।



ফটোগ্রাফি নং-১২


20240306_173746.jpg

ক্যাপশন: শিমুল ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৬ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে শিমুল ফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সব থেকে বেশি শিমুল গাছ দেখা যায়। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শিমুল ফুলের দেখা পাওয়া যায়। শিমুল গাছে যখন শিমুল ফুল ফোটে তখন গাছে কোন পাতা থাকে না। রক্তবর্ণের শিমুল ফুলের সৌন্দর্যে প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে যায়। শীতকালীন সময়ের সর্বশেষ সৌন্দর্য হচ্ছে শিমুল ফুল।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 11 days ago 

আপনার ফটোগ্রাফি পোস্টে শিমুল ফুল দেখে ভালো লাগলো। শিমুল ফুল সম্ভবত বসন্তকালের ফুল। তবে আপনার পোস্টে দেখে তো বেশ ভালো লাগলো। অনেকদিন পরে এই ফুল দেখলাম। আপনার ফটোগ্রাফি পোস্টে প্রজাপতির ফটোগ্রাফি গুলো দারুন ছিল। বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন ফটোগ্রাফি। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

এটা বসন্তকালের ফুল হলেও শীতের শেষের দিকে পুষ্পঠিত হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 12 days ago 
1000016353.png1000016354.png1000016357.png

Daily task

 11 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি উপভোগ করলাম প্রতিটা ফটোগ্রাফি একদম স্বচ্ছ সুন্দরভাবে তুলে ধরেছেন। ছবিতে ফুলের সৌন্দর্যটা একদম নিখুঁত লাগছে। হ্যাঁ সব শেষে শেয়ার করার শিমুল ফুলের সৌন্দর্য টা অন্যরকম ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এমন সুন্দর সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 11 days ago 

শিমুল ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। শিমুল ফুল হলো শীতকালীন ফুলগুলোর সর্বশেষ সৌন্দর্য। ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আর ফটোগ্রাফি গুলার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 days ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।

 11 days ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি খুশি হয়েছি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

প্রতিযোগিতা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 11 days ago 

সুন্দর মন্তব্য প্রদান করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। খুব চমৎকার কিছু শীতকালীন ফটোগ্রাফি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।প্রতিটা ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

পুরো শীতকালটাই নানা রকম ফুলে ভরে থাকে। ফুলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে নিতে পেরে আমিও আনন্দিত। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম ভাইয়া।

 11 days ago 

আহা, অসাধারণ কিছু ছবি দেখলাম 😍
প্রথমেই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।
এতো চমৎকার ছবিগুলো সংগ্রহ করা বেশ কঠিন ব্যাপার ছিল। যাইহোক ছবিগুলো নিখুঁত শটের মাধ্যমে ধারন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আশাকরি প্রতিযোগিতায় ভালো কিছু হবে, দোয়া রইল।

 4 days ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আপনি ফটোগ্রাফি করতে বেশ পারদর্শী। ফটোগ্রাফি প্রতিযোগিতায় খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বেশ কয়েকটি অপরিচিত ফুলের সাথে পরিচিত হতে পারলাম।

 4 days ago 

আসলে আমি ফটোগ্রাফিতে খুব একটা পারদর্শি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

দারুণ কিছু ফুলের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু। ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আসলে ফুলের সৌন্দর্যটাই এমন যে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 101233.12
ETH 3150.48
SBD 3.94