জেনারেল রাইটিং :আমার মায়ের ভালোবাসা।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৮ শে নভেম্বর , বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
'মা' শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি আশ্রয়, ভালোবাসার নাম। মাকে তো আমরা সবাই ভালোবাসি। প্রত্যেকটি মা তার সন্তানকেও ভালোবাসে। আচ্ছা মা যতটা তার সন্তানকে ভালোবাসে আমরা সন্তানেরা কি মাকে ততটা ভালবাসতে পারি? আজকের পোস্ট আমি আমার মায়ের ভালোবাসা সম্পর্কে লিখতে চলেছি। আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে পোস্টটি একবার পড়ে আসা যাক।
মা হলো পৃথিবীর সবথেকে দামি জিনিস। মায়ের সঙ্গে অন্য কারো তুলনা হয়না। না হলে এমন একজন যে সবার স্থান নিতে পারে কিন্তু তার স্থান কেউ কখনোই নিতে পারেনা। এই পৃথিবীতে মায়ের কোলের থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। জন্মের আগে থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপে মা আমাদের সঙ্গে থাকেন। মা সন্তানের জন্য সর্বদাই প্রেমময়। প্রতিটি মা তার জীবন জুড়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে যাই। সন্তানের জীবনে মায়ের অবদান ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। মায়ের ভালোবাসার তুলনা হয় না।
আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার মাকে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার মাকে যতটা না ভালোবাসি মা আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। আমার মা প্রতিটা দিন ব্যস্ততার সাথে পার করে। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মায়ের কাজের শেষ নেই। তবুও সব সময় মা চেষ্টা করে যায় আমার সকল আবদার রাখার। ছোটবেলা থেকে সব সময় মা আমার আবদার রাখে। মা কত কষ্টের মাঝেও হাসে। কখনো আমাদের বুঝতে দেয় না সে কষ্টে আছে। তবুও আমরা কেন মায়ের শেষ বয়সে এই মায়ের অবদান ভুলে যায়?
আগামী ২ তারিখে আমার পরীক্ষা। মায়ের কাছে আবদার করেছিলাম শীতের পিঠা খেতে ইচ্ছে করছে। মা আমাকে বলল বাড়িতে এসে পিঠা খেয়ে যা। আমি তারপর মাকে বললাম আমার তো পরীক্ষা আমি তো যেতে পারছি না মা। মা সেদিন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ হলে বাড়িতে এসো পিঠা বানিয়ে খাওয়াবো। আমি তখন বলেছি আচ্ছা ঠিক আছে মা।
আজ বিকেলবেলা মায়ের খোঁজ নেওয়ার জন্য মায়ের ফোনে ফোন করেছি। মা ফোন ধরে আমাকে বলছে আমি রেডি হচ্ছি। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবা? মা বলছে আমি পিঠা তৈরি করে নিয়ে আসছি তুমি স্টেশনে এসে পিঠাগুলো নিয়ে যেও।কথাটা শুনে যেন আমার অদ্ভুত ভালো লাগছিলো। আমার বাবা একজন কৃষক। বছরের বারো মাসে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। বাবা সেগুলো মাঠ থেকে বাড়ি নিয়ে আসলে মা নিজেই সেগুলো ঠিকঠাক করে ঘরে তোলে। সেজন্য মা বছরের কখনোই সময় পায় না।
মাঝে মাঝে মনে হয় মায়ের কোন শখ নেই। মা কখনো ঘুরতে যাই না। আমি যখন মাকে জিজ্ঞেস করি। মা তোমার ঘুরতে ইচ্ছে করে না? মা তখন বলে এতো কাজের মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা আর হয়নারে। তোরা বড় হ তোরা চাকরি করবি তখন আমার আর কোন কাজ থাকবে না তখন আমি নানান জায়গায় ঘুরে বেড়াবো। মা কত আশা করে তার সন্তান বড় হয়ে ভালো মানুষ হবে। ভালো চাকরি করবে। তখন মায়ের সুখের দিন আসবে। আমি বড় হয়ে চাকরি করতে চাই আমার মায়ের এই আশা আমি পূর্ণ করতে চাই।
সন্ধ্যা ৮ টার ট্রেন মা কুষ্টিয়া আসে। ট্রেন থেকে মা আর বোন নামলো সাথে কত কি। আমি মেসে থাকি। আমার সামনে পরীক্ষা সেজন্য শত ব্যস্ততার মাঝেও মা আমার জন্য চার রকমের পিঠা, মাছ রান্না, বিস্কিট, চানাচুর, সবজি, আখের রস, দুধ আরো কত কি নিয়ে এসেছে। মায়ের হাতের ব্যাগটা প্রচন্ড ভারী। মায়ের হাতে দুইটা ব্যাগ একটা আমার জন্য আরেকটা আমার কাকুদের বাসায় নিয়ে যাবে বলে এনেছে। দুটো ব্যাগ একদম সম্পূর্ণ ভর্তি। দুটো ব্যাগ মা কত সহজ ভাবে ট্রেন থেকে নামালো। ব্যাগ দুটো আমি হাতে নিয়ে উঁচু করতে পারছিলাম না। আমি শুধু অবাক হয়েছিলাম আমার আবদার পূর্ণ করতে কতটা কষ্ট হাসি মুখে করে নিচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যেকোনো বিষয়ে আমার পাশে কেউ না থাকলেও আমার মা সব সময় আমাকে সাপোর্ট করে।
মা ট্রেন থেকে নামার পর মায়ের সাথে ১০ মিনিট মত কথা বললাম। প্রত্যেক মাসের প্রথমেই আমাকে মাসিক খরচ দিয়ে দেওয়া। তাও সব সময় আমি যখন বাড়ি যাই মা যতটুকু পারে আমার হাতে বাড়তি টাকা দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না মা আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল দরকারে খরচ করো। তারপর মা আর আমি দুজন মিলে আমার ব্যাগটা টেনে রিক্সায় উঠালাম। আরেকটা ব্যাগ মা আরেকটা রিক্সায় উঠিয়ে নিলো।মা আর বোন মিলে কাকুদের বাসায় চলে গেলেন। আর আমি সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম আমার মেসে।
এই মা আমাকে কতটা ভালোবাসে। আমার মত প্রত্যেকটি সন্তানের মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে বৃদ্ধ বয়সে মা কেন সন্তানের বোঝা হয়ে যায়? আমরা কেন পারি না মা আমাদেরকে যতটা ভালবাসে তাকে ঠিক ততটা ভালবাসতে? আমি খেয়াল করে দেখেছি বৃদ্ধ বয়সে মায়ের কদর কতখানি কমে যায়। আমাদের প্রত্যেকের উচিত নিজের মাকে ভালবাসা। মা যেমন সবকিছু ত্যাগ করে সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারে। তেমনি আমাদের সকলের উচিত মায়ের সুখের জন্য সবকিছু করতে পারা। আমি আমার মাকে অনেক ভালোবাসি।জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাকে ভালবেসে যেতে চাই।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
আমি তিনটি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।
আসলে এই পোস্টে কি লিখবো সেটা বুঝতে পারছি না প্রতিটা শব্দই যেন ভালোবাসার এক অপূর্ণ রূপ মায়ের সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না আমি যতটুকুই বলবো যেন সেটা কম হবে।
ঠিক বলেছেন ভাইয়া মায়ের সাথে কোন কিছুর তুলনা হয় না। মা একজন অতুলনীয় মানুষ। মা সম্পর্কে যত বলা যাবে ততই কম।
আপু আপনি দারুণ একটি পোস্ট শেয়ার করছেন। আসলে পৃথিবীতে একমাত্র ভালোবাসা রয়েছে যেটা সব চাইতে বড়।মায়ের ভালোবাসা পৃথিবীর থেকে অন্যতম ভালোবাসা। তাদের ভালোবাসা বলে শেষ করা যাবে না। আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মাকে নিয়ে লিখে কখনো শেষ করা যাবে না। মায়ের ভালোবাসা সীমাহীন। পৃথিবীতে নিঃসন্দেহে মায়ের মত করে কেউ ভালোবাসে না।
আসলে মায়ের ভালোবাসা নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন তা একদম সত্য কথা। আসলে মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। আর এই পৃথিবীতে মা হলো আমাদের সব থেকে আপনজন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া মায়ের ভালোবাসার তুলনা হয় না। মা হলো সব থেকে আপনজন। দেখুন না মা;শব্দটির মধ্যেই কথাটা অদ্ভুত মায়া। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
মায়ের মত আপন পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হয় না। পৃথিবীর প্রতিটা মা তার সন্তানের কাছে শ্রেষ্ঠ হয়। আজকে তোমার লেখাগুলো পড়ে সত্যি হারিয়ে গিয়েছিলাম। তোমার জন্য আনা ব্যাগগুলো ভীষণ ভারী ছিল, তবে সেটা মায়ের কাছে ভারী লাগেনি। মায়ের শত ব্যস্ততার মাঝেও তোমার আবদার পূরণ করেছে জেনে খুব ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
একেবারে ঠিক বলেছেন,মায়ের মত পৃথিবীর দ্বিতীয় কেউ হয় না। আমার লেখাগুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য নিজের সর্বস্ব দিয়ে যাই। শুধু আমরাই সন্তান হয়ে মাকে সর্বস্ব দিয়ে ভালবাসতে পারি না। এটা হয়তো আমাদের সন্তানদের ব্যর্থতা। সবাই যে পারে না তা বলছি না। তবে আমরা অনেকেই মাকে তার প্রাপ্য ভালবাসা দিতে পারি না।
প্রতিটি সন্তানের উচিত মা-বাবাকে ভালোবাসা।মা হচ্ছে সন্তানের বন্ধুর মতো।মাকে আমিও অনেক ভালোবাসি।আপনার মা আপনার জন্য কতো কিছু নিয়ে এসেছে।আপনি আপনার মায়ের আশা গুলো পূরণ করবেন এমনটাই আশাকরি। মাকে নিয়ে ঘুরে বেড়াবেন বাংলাদেশের সব প্রান্তে দিদি।
হ্যাঁ আপু ঠিক বলেছেন, বর্তমান সময়ে প্রত্যেকের এটা বোঝা উচিত।মা আমাদের কতটা ভালোবাসে। মা আমাদেরকে যতটা ভালবাসে প্রতিটি সন্তানে উচিত মাকে ততটা ভালোবাসা।হ্যাঁ আপু আমি চেষ্টা করব আমার মায়ের আশাগুলো পূর্ণ করার। আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আমার মাকে অনেক জায়গায় ঘুরাতে চাই।
আপু মা শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক। আর মায়ের সাথে কারো তুলনা করা যায় না। আপনি শীতের পিঠা খেতে চেয়েছেন এই কথা আপনার মাকে বলেছেন। আর মায়ের মন সেই কারণে পিঠা বানিয়ে আপনার জন্য নিয়ে আসলো। আসলে মা তো শুধু মায়ে হয়। আর প্রত্যেক জনের যেন মা অনেক বছর বেঁচে থাকে ছেলে মেয়ের জন্য। ভালো লাগলো আপনার পোস্টে পড়ে।
হ্যাঁ ভাইয়া, মা শব্দটি আসলেই অনেক ছোট এর গভীরতা অনেকখানি। মাকে নিয়ে যতই বলা হবে ততই কম। পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার মন্তব্য আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ।
আসলে মা শব্দটা ছোট হলেও এর মুল্য এত অনেক বেশি এবং মায়ের যে ভালোবাসা রয়েছে সেটা কেউই আমাদের দিতে পারে না৷ আপনার পিঠা খেতে ইচ্ছে হয়েছে শুনে আপনার মা পিঠা তৈরি করে এনেছেন শুনে খুব ভালো লাগলো৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য৷
হ্যাঁ ভাইয়া মা কত সহজেই আমাদের সকল ইচ্ছে পূরণ করে দেয়। মা সন্তানের জন্য সর্বস্ব দিয়ে দেয়। আমাদেরও উচিত মাকে সর্বস্ব দিয়ে ভালোবাসা। পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একেবারে সুন্দর একটি কথা বলেছেন