ফটোগ্রাফি: গোলাপের মায়াবী সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৮ ই নভেম্বর, সোমবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000002681.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে ছয়টি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

1000001129.jpg

ক্যাপশন: লাল গোলাপ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ০৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে লাল রঙের গোলাপ ফুল। বিশ্বে বিভিন্ন ধরনের গোলাপ ফুল রয়েছে। তবে বিশ্ববাজারে লাল রঙের গোলাপ ফুলের চাহিদা সব থেকে বেশি। লাল গোলাপ হলো ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক। আমি ব্যক্তিগতভাবে লাল গোলাপ ভীষণ পছন্দ করি।

ফটোগ্রাফি নং-২

1000001134.jpg

ক্যাপশন:হলুদ গোলাপ
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৯অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


পৃথিবীতে যেমন বিভিন্ন বর্ণের গোলাপ ফুল পাওয়া যায় তেমনি এদের অর্থও আলাদা। হাজারো রঙের গোলাপ ফুলের মধ্যে হলুদ বর্ণ টি ভীষণ নজর কাড়ে। হলুদ বর্ণের গোলাপ ফুলকে বলা হয় বন্ধুত্বের প্রতীক। এই ফুলের ছবিটি আমি ক্যাপচার করেছিলাম একটি ফুলের দোকান থেকে।

ফটোগ্রাফি নং-৩

1000142678.jpg

ক্যাপশন:গাঢ় গোলাপি গোলাপ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা:৫০মেগাপিক্সেল
তারিখ: ০৯অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে গাঢ় গোলাপি গোলাপ।এই ফুলের ছবিটি আমি আমাদের ক্যাম্পাস থেকে তুলেছিলাম। পড়ন্ত বিকেলে ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিলো।প্রত্যেকটি ফুলের মত এই ফুলটির দারুন একটি অর্থ আছে। গাঢ় গোলাপি রঙের গোলাপকে কৃতজ্ঞতার প্রতীক বলা হয়। কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই ফুল ব্যবহার করা হয়।

ফটোগ্রাফি নং-৪

1000142675.jpg

ক্যাপশন:সাদা গোলাপ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা:৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার চার নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে সাদা গোলাপ। সাদা গোলাপকে বলা হয় নিষ্পাপ। সাদা হলো শুভ্রতার প্রতীক। সাদা গোলাপের মধ্যে অন্যরকম একটা মায়া থাকে। সাদা গোলাপ দেখলে চোখের শান্তি হয়। ব্যক্তিগতভাবে লাল গোলাপের মতো সাদা গোলাপও আমার অনেক পছন্দ। এই সুন্দর ফুলের ফটোগ্রাফিটি আমি একটি দোকান থেকে ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফি নং-৫

1000142681.jpg

ক্যাপশন:হালকা কমলা গোলাপ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ০৯অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার পাঁচ নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে একটি সুন্দর মিষ্টি কমলা রঙের গোলাপ। গোলাপের রংটা হালকা কমলা নিচে কিছুটা সাদাও আছে দেখতে বেশ রহস্যময়ী। একগুচ্ছ সাদা গোলাপের মধ্যে এই গোলাপটি দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগছিলো।গোলাপের সৌন্দর্যের প্রেমে পড়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

ফটোগ্রাফি নং-৬

1000142669.jpg

ক্যাপশন:কমলা গোলাপ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ০৯অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর একটি কমলা রঙের গোলাপ ফুল।ফুল আমার ভীষণ প্রিয়। এই সুন্দর কমলা ফুলটি আমি উপহারস্বরূপ পেয়েছিলাম । এই গোলাপে সুন্দর একটি অর্থ রয়েছে। কমলা রঙের গোলাপকে বলা হয় উচ্ছ্বাস, শক্তি এবং মোহের প্রতিক।ফুলটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছিলো।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 4 days ago 
1000002889.jpg1000002891.png1000002890.jpg

আমি তিনটি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।

 4 days ago 

গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে। আর এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে একদম মুগ্ধ করে দিলেন আপু। গোলাপের কত জাত আছে সেটা আমাদের জানা নেই। কত রঙের গোলাপ দেখেছি, সবগুলো গোলাপই ভালো লাগে। আজকের পোস্টের ভিন্ন ভিন্ন রঙের গোলাপের ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিলেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কয়েকটি প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আজকে বেশ কয়েকটি প্রজাতির গোলাপ ফুল দেখা হলো। তবে, হলুদ কালারের গোলাপ ফুল টি আজকে প্রথম দেখলাম। এছাড়াও লাল প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লেগেছে।

 4 days ago 

গোলাপের আরো অনেক ধরনের প্রজাতি রয়েছে। গোলাপ ফুল মানে সুন্দর। লাল গোলাপ সব সময় আমাদেরকে বেশি আকৃষ্ট করে। লাল গোলাপ ফুলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 days ago 

গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর।তেমনি নানা রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন প্রত্যেকটি।হালকা কমলা গোলাপটি বেশ নতুন দেখলাম, ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ঠিক বলেছেন, গোলাপ ফুল সবাই পছন্দ করে। গোলাপের আরো অনেক ধরনের প্রজাতি রয়েছে যেগুলা আমি নিজেও কখনো দেখিনি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

জানেন তো গোলাপ হলো ফুলের রানী। চমৎকার সব গোলাপের ছবি আপনি আজ শেয়ার করলেন। সত্যি বলতে কি ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। লাল গোলাপ তো সকলেরই প্রিয়। তবে আমার বেশি ভালো লাগে কমলা হলুদ এই রংগুলো। ভালো লাগলো সব কটা ছবি।

 4 days ago 

হ্যাঁ দিদিগোলাপকে ফুলের রানী বলা হয়। আর রানীকে তো সব সময় সুন্দরী লাগে। লাল গোলাপ সবার প্রিয়। লাল গোলাপের প্রতি আমাদের আলাদা রকম ভালোবাসা। আপনার কাছে কমলা হলুদ রংগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো দিদি।

 4 days ago 

আপু আপনি বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর গোলাপ একসাথে দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। গোলাপের প্রতিটা কালার আমার কাছে খুব ভালো লাগে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি দেখলে এমনেতেই খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

আসলে আপু, গোলাপ ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই গোলাপ ফুল ভালোবাসি। গোলাপ ফুলের সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

বাহ আপু আপনি তো গোলাপ ফুলের দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন। সত্যি গোলাপ এমন একটি ফুল যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাছাড়াও যে কোন ফুল আমার ভীষণ পছন্দ। আপনি বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।

 4 days ago 

গোলাপের অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। গোলাপ ফুল দেখতে সত্যি অনেক সুন্দর। আর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। দারুন লাগলো ফটোগ্রাফি দেখে।

 4 days ago (edited)

গোলাপ ফুল ফুলের রানী। গোলাপ ফুলকে না ভালোবেসে পাড়া যায় না। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

আপনার ফটোগ্রাফি দক্ষতা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এত নিখুঁতভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। দারুন ছিল আপনার আজকের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে লাল গোলাপের ফটোগ্রাফি এবং সাদা গোলাপের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98431.01
ETH 3374.12
USDT 1.00
SBD 3.04