সরিষা ফুলের রাজ্যে আমরা।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000008718.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।শীতের এই সময়টা চারিদিকে সরিষা ফুলে ফুলে ভরে যায়। এ সময় কৃষকেরা মাঠে সরিষা ফুল চাষ করে থাকে। মাঠ জুড়ে হলুদ ফুল দেখি চোখ জুড়িয়ে যায়। আমরা সেদিন সরিষা ফুলে কিছুটা সময় কাটিয়েছিলাম। সরিষা ফুলের সাথে সময় উপভোগ করার অনুভূতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো।চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।



1000008712.jpg
সেদিন আমরা বটমুল ক্যাফেতে ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সাথে ক্যাফেতে ঘোরাঘুরি করার কাহিনী ইতিমধ্যে আমি শেয়ার করেছি। ক্যাফেতে ঢোকার আগেই আমাদের চোখে পড়ে সরিষা ফুলের রাজ্য। মাঠ জুরে সরিষা ফুল। হলুদ বর্ণে যেন সবুজ প্রকৃতি নতুন হয়েছে। দেখতে ভারী সুন্দর লাগছিল। তাই আমরা তিনজন মিলে সরিষা ফুলে ঘুরতে যাই।

1000008713.jpg
অনেক সরিষা ফুল ছিল তবে সেগুলো অনেক দূরে। আমাদের হাতে যেহেতু সময় কম সেও তো আমরা অত দূরে যাবার কথা ভাবিনি। ক্যাফের পাশেই একটি রাস্তা আর রাস্তার ধারে রয়েছে একটি সরিষা ক্ষেত। আমরা ভেবেছিলাম ওই ক্ষেতে ছবি তোলার জন্য যাব। যেমন ভাবনা তেমন কাজ। তিনজন মিলে ঘুরতে গেলাম সরিষা ফুলে।

1000008715.jpg
আমরা কম বেশি সকলেই সরিষা ফুল পছন্দ করি। ফুল মানেই সুন্দর। আর এত এত ফুল যদি একসাথে দেখা যায় ভালো না লাগে পারার উপায় নেই। আমরা তিনজন মিলে সরিষার ফুলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলাম। সরিষা ফুলের ভিতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। কারণ আমরা তো এই গ্রামের কাউকেই চিনি না। যদি কেউ এসে বকা দেয় সেই ভয়। চারপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। চারপাশ থেকে ছবি তুললাম।

1000008716.jpg
চারপাশ থেকে আর কত ছবি তুলব? ছবি তুলে তৃপ্তি হচ্ছিল না।
ভয়ে ভয়ে আমার বান্ধবী প্রথমে সরিষা ফুলের ক্ষেতের মধ্যে ছবি তোলার জন্য প্রবেশ করলো। তারপর আমি আমার বান্ধবীর বেশ কিছু ছবিকে তুলে দিলাম। একে একে আমি বোন এবং আমার বান্ধবী তিনজন মিলে বেশকিছু ছবি তুলে নিলাম। সরিষা ফুলের ছবি তোলার থেকে দেখতেই যেন বেশি দীপ্তি লাগছিল। চারিপাশে হলুদ আর হলুদ ফুলে ফুলে ভরপুর। কতইনা সুন্দর দৃশ্য তাই না।

1000008717.jpg
আমরা বেশ কিছুক্ষণ ধরে ছবি তুললাম। তারপর আমরা অনেকগুলো ভিডিও করলাম। সূর্য মামার সাথে সরিষা ফুলের বেশ কিছু ছবি ধারণ করলাম ফোন ক্যামেরায়। আজকাল আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যেখানে যা দেখি ফটোগ্রাফি করতে শুরু করে দেই। সুন্দর কিছু ফটোগ্রাফি না করে পারিনা। সরিষা ফুলের সাথে সূর্যি মামাকে একসাথে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফি ধারন করলাম।

1000008714.jpg
এত সুন্দর সরিষা ফুল ছেড়ে আসতেই ভালো লাগছিল না। তারপর আমরা একটি আন্টিকে দেখতে পাই। আন্টিকে দেখে আমরা ভয়ে সরিষা ফুল থেকে তাড়াতাড়ি চলে আসি। তাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে তারা তো রাগ করবেই। আমরা যথেষ্ট সচেতনতার সাথে ছবি তুলেছি। তারপরেও যাদের ক্ষেত তারা তো বলবেই।তারপর আমরা ছবি তোলা শেষ করে সরিষা ক্ষেত থেকে চলে আসি। এসে ক্যাফেতে প্রবেশ করি। যতটুকু সময় সরিষা খেতে ছিলাম অনেক ভালো লাগছিল। চোখের সামনে এতগুলো ফুল কতই না অপূর্ব। একগুচ্ছ সরিষা ফুলের ভালোবাসা চোখের শান্তি। যাইহোক সেদিন তিনজন মিলে সরিষা ফুলে দারুন সময় উপভোগ করেছিলাম।
আজ এই পর্যন্তই।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 yesterday 
1000009135.png1000009138.png1000009139.png1000008876.png

Daily task

 yesterday 

সরিষার ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাওয়া যেন স্বপ্নের মত লাগে। আর আপনি এমন একটি অভিজ্ঞতা করেছেন দেখে খুব ভালো লাগছে। দূর থেকেই সরিষার ক্ষেত দেখতে কত সুন্দর লাগে। আর সেখানে ভেতর দিয়ে হেঁটে গেলে তো আলাদাই অনুভূতির জন্ম হবে।

 yesterday 

ঠিক বলেছেন দাদা, সরিষা ফুলের মধ্যে দিয়ে হাঁটতে অসম্ভব ভালো লাগে। সরিষা ফুল চোখে দেখতে যেমন শান্তি তেমনি সেখানে গিয়ে সরিষা ফুলের সাথে সময় কাটালেও অনেকটা শান্তি লাগে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

শীতের সময় সরিষা ফুলের সৌন্দর্য অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক আনন্দে কাটিয়েছেন।আসলে আপু এমন ফুলের রাজ্য ছেড়ে আসতেই ইচ্ছে করে না।বেশ ভালো সময় কাটিয়েছেন।

 yesterday 

হ্যাঁ আপু, সরিষা ফুলের সৌন্দর্য আমাদের অবাক করে দেয়। আমরা সেখানে গিয়ে বেশ কিছুটা সময় থেকে ছিলাম। তবে অন্য গ্রামে গিয়ে অন্য কারো সরিষা ফুলের খেতে ঢুকতে অনেক ভয় লাগে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 yesterday 

এই সময় সরিষা ক্ষেতে গেলে মন একদম ভালো হয়ে যায়। আপনি সরিষা ফুলের রাজ্য গিয়েছেন দেখে আমারই এখন যেতে ইচ্ছে করছে। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন সেখানে। ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

একদিন সময় করে যাবেন, আশা করি সরিষা ফুলের মধ্যে সময় কাটালে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম আপু।

 yesterday 

বছরের প্রথম দিনটা আমি সরিষা ফুলের মাঝখানে উপস্থিত হয়েছিলাম এবং তার সৌন্দর্য উপভোগ করেছিলাম। বেশ অনেকগুলো ফটো ধারণ করেছি সেখান থেকে। যেন নতুন মোবাইল নিয়ে এই বছরের যাত্রা শুরু হল সরিষা ফুলের ফটো দিয়ে। আপনিও অসাধারণ ফটো ধারণ করেছেন। আপনার মোবাইলে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। সরিষা ফুলগুলো যেন অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি।

 2 hours ago 

হ্যাঁ ভাইয়া, আমরা সেখানে দারুন সময় কাটিয়েছি।সরিষা ফুলের সৌন্দর্য আসলেই অপূর্ব। ফটোগ্রাফি বলে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

আমি বেশ কিছুদিন ধরে মনে করছি শরীরটা ফুলের ফটো ধারণ করতে যাব। কিন্তু এখনো যাওয়া হলো না। দেখি কবে সুযোগ করতে পারি। দারুন সব সরিষা ফুলের ফটো ধারণ করেছেন। এত সুন্দর সুন্দর ফটো দেখে ঘরে থাকা যায় না। খুব শীঘ্রই আমি এই ফুলের ফটো তুলতে যাবো।

 2 hours ago 

আর অপেক্ষা করে না আপু চলে যান সরিষা ফুলের ফটোগ্রাফি করতে। শীতের সময় সরিষা ফুলের সৌন্দর্য না দেখলে অর্ধেক শীতের সৌন্দর্য দেখা যায়। সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 yesterday 

গ্রামে শীতের সময়টাতে সরিষা চাষ করা হয়। তাই গ্রাম অঞ্চলে গেলে রাস্তাঘাট ঘাটের পাশে সব জমিতেই সরিষা দেখা যায়। সরিষা ফুল দেখতে হলুদ তাই চোখে বেশি আকর্ষণীয় লাগে। আর আমরা তো সবাই সরিষা ফুলের ভিতর ছবি তুলতে খুব পছন্দ করি আর ছবি সুন্দর হয়। আপনারা তিন বান্ধবী মিলে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন শুনে দারুন লাগলো আর ফটোগ্রাফি গুলো বেশ হয়েছে।

 2 hours ago 

হ্যাঁ আপু, গ্রামে এই সময় সরিষা ফুলের সৌন্দর্য গ্রামের অর্ধেক সৌন্দর্য বহন করে। হলুদ রঙের এই সুন্দর ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। সরিষা ফুলের মধ্যে আসলেই অনেক ভালো সময় কাটিয়েছিলাম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।

 yesterday 

নিজেকে সবসময় হাসিখুশি করে রাখা নিজের ভালো-মন্দ টেক কেয়ার করা হচ্ছে সবচাইতে বেস্ট। কারণ এই পৃথিবীতে নিজের ভালো-মন্দ গুলো নিজে সবচেয়ে বেশি বুঝে থাকেন। অন্যের উপর নির্ভর না করে নিজেকে এগিয়ে নিয়ে যান। সুন্দর সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। এত ঝলমলে ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগলো।

 2 hours ago 

ঠিক বলেছেন আপু, নিজেকে ভালোবাসতে পারাটা আমার কাছে স্বার্থপরতা মনে হয় না। সরিষা ফুলের। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম।

 15 hours ago 

তোমরা তিনজন মিলে সরিষা ফুলের সুন্দর দৃশ্য উপভোগ করেছে জেনে খুব ভালো লাগলো। শীতের সময়ে মাঠের সবথেকে বড় সৌন্দর্য হলো সরিষা ফুলের দৃশ্য। প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 1 hour ago 

একেবারে ঠিক কথা বলেছেন, শীতের সময় মাঠের সৌন্দর্য হলো সরিষা ফুল। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94446.32
ETH 3275.56
SBD 6.71