রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৩ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার , ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000024373.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো ভীষণ ভালো লাগে । কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছিলাম। আজ আমি সেই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।



উপকরণ সমূহ :


1000024365.jpg

▪️ রঙিন কাগজ
▪️ পেন
▪️ কাঁচি
▪️ আঠা
▪️ কার্ডবোর্ড
▪️ পুথিঁ



ধাপ-১


1000024366.jpg
গোল করে একটি কার্ডবোর্ড কেটে নিয়েছি।কার্ডবোর্ড এর উপরে সাদা কাগজ আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



ধাপ-২


1000024367.jpg

সবুজ রঙের কাগজ লম্বা করে কয়েকটি টুকরো করে নিয়েছি। সবগুলো টুকরো সমান হবে।



ধাপ-৩


1000024368.jpg
তারপর কাগজগুলোর এক একটি টুকরোর এক মাথার সাথে আরেক মাথা আঠার সাহায্যে জোড়া দিয়ে এক ধরনের ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি।



ধাপ-৪


1000024369.jpg
তৈরি করে রাখা পাপড়ির মত সেপগুলোকে গোল করে কেটে রাখা কার্ডবোর্ডের চারিপাশে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



ধাপ-৫


1000024370.jpg
লাল এবং হলুদ রঙের পেপার কয়েকটি টুকরো করে নিয়েছি। সবগুলো টুকরো সমানাকারে বর্গাকার ভাবে কেটে নিয়েছি।



ধাপ-৬


1000024371.jpg

প্রত্যেকটি টুকরো ভাঁজ করে নিয়েছি। ফুলের শেইপে কেটে নেওয়ার জন্য প্রত্যেকটি টুকরোর উপর কলমের সাহায্যে ফুলের পাপড়ির অংশ একে নিয়েছি।



ধাপ-৭


1000024372.jpg
সবগুলো টুকরো কেটে এরকম ফুল তৈরি করে নিয়েছি।পরবর্তীতে ফুলগুলোর একটি পাপড়ি কেটে আঠার সাহায্যে লাগিয়ে ফুলগুলো আরো সুন্দর শেইপে এনেছি।



শেষধাপ


1000024364.jpg
পরবর্তীতে ফুলগুলো কার্ডবোর্ডের ফাঁকা অংশে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। ফুল গুলোর মাঝে এবং কার্ডবোর্ডের উপর যে পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে তার মাঝে মাঝে পুথিঁ বসিয়ে নিয়েছি।
এটাই ফাইনাল আউটপুট।

ছবির বিবরণ

গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৮শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 10 days ago 
1000024407.png1000024409.png1000024408.png

Daily task.

 10 days ago 

আপনি তো বেশ চমৎকার দেখতে ওয়ালমেট বানিয়েছেন। কাগজ কেটে কেটে এমন সুন্দর ওয়ালমেট বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখলে কি অপূর্ব নাই লাগবে দেখতে, সেটাই ভাবছি। ধাপে ধাপে তৈরি টা সুন্দরভাবে দেখিয়েছেন বলেই বুঝলাম যে এটা ব্যাকগ্রাউন্ডে কার্ডবোর্ড রয়েছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। খুবই সুন্দর হয়েছে দেখতে।

 4 days ago 

হ্যাঁ দিদি, এরকম ওয়ালমেট গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অপূর্ব লাগে। ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 10 days ago 

ওয়াও দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। রঙিন কাগজের ওয়ালমেট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনার ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার কাছেও রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ওয়ালমেটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 4 days ago 

আমার কাছেও রঙিন কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করতে খুব ভালো লাগে। জিনিসগুলো ভালো লাগে জেনে ভালো লাগলো। মাঝে মাঝে সময় পেলে, এরকম রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট আমি তৈরি করি। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া।

 10 days ago 

কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আসলে কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি খুব সুন্দর দক্ষতার সাথে কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার ওয়ালমেট তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 4 days ago (edited)

হ্যাঁ ভাইয়া, কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো দেওয়ালে টানিয়ে রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনার কাছে ওয়ালমেটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 10 days ago 

বাহ বেশ চমৎকার আপু ওয়ালমিটি দেখতে। সত্যি আমার কাছে খুবই ভালো লাগে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে। বিশেষ করে এই ধরনের কালারিং ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর দেখায়। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন ওয়ালে টাঙিয়ে রাখা হয়। ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আর কালার গুলো অসাধারণ ভালো লাগলো দেখে।

 4 days ago 

রঙিন কাগজের ওয়ালমেট আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 9 days ago 

কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছিলে এবং এখন সেটা আমাদের সাথে শেয়ার করেছ দেখে খুবই ভালো লাগছে। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে থাকলে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 days ago 

ওয়ালমেট ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় । আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার ক্ষেত্রে আপনার দক্ষতা থেকে ভালো লাগলো। এই ধরনের জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়।

 4 days ago 

হ্যাঁ ভাইয়া, অনেকটা সময় নিয়ে ওয়ালমেট তৈরি করেছিলাম। ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আরে বাহ্ খুব সুন্দর হয়েছে তো আপনার তৈরি করা এই ওয়ালমেট। আমার কাছে এই ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লেগেছে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে খুব সুন্দর লাগে। ফুল এবং পুঁতি গুলো দেওয়ার কারণে এটা দেখতে বেশি সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।

 4 days ago 

ফুল এবং পুঁথি দেওয়ার কারণে ওয়ালমেটি আমার কাছেও ভালো লেগেছে। যদিও আরো কিছু ফুল দিতে পারলে বেশি ভালো লাগতো। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67