আমাদের ইনস্টিটিউটের রাতের সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৪ শে ফেব্রুয়ারি, সোমবার , ২০২৫ খ্রিঃ

কভার ফটো


1000027797.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকের পোস্টে আমাদের ক্যাম্পাস সম্পর্কে লিখবো।আমাদের ক্যাম্পাস হলো আমাদের কাছে শান্তির জায়গা। ক্যাম্পাসে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে খুব ভালো লাগে। রাত্রেবেলা ক্যাম্পাসে যাওয়ার সুযোগ মেয়েদের নেই। আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিলো।আজ আমি আপনাদের সাথে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের রাতের সৌন্দর্য সম্পর্কে লিখবো।



1000027801.jpg
১৯৬৪ সালে আমাদের এই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। বাংলাদেশের স্বনামধন্য পলিটেকনিক গুলোর মধ্যে কুষ্টিয়া পলিটেকনিকের নাম রয়েছে। আমাদের ইনস্টিটিউটের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। শীতের সময়টা পলিটেকনিক্যাল দেখতে বেশি সুন্দর লাগে। রাতের বেলায় আমাদের ইনস্টিটিউটের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমাদের ইনস্টিটিউটের পরিবেশটা বেশ সাজানো গোছানো। যা আমাকে বরাবর মুগ্ধ করে।
1000027802.jpg

1000027803.jpg
রাতের বেলা ছেলেদের ইনস্টিটিউট এর মধ্যে প্রবেশের অনুমতি থাকলেও মেয়েদের প্রবেশের অনুমতি নেই। অনেকদিন ধরে ইচ্ছে ছিলো রাতের বেলা ইনস্টিটিউটের সৌন্দর্য দেখান। কিছুতেই সুযোগ হয় না। এবার সরস্বতী পূজার কারণে রাতের বেলা আমাদের ইনস্টিটিউটের সৌন্দর্য দেখার সুযোগ হয়েছিলো।এই প্রথমবার রাতের বেলা ক্যাম্পাসে সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
1000027804.jpg

1000027805.jpg
পলিটেকনিক্যাল গেটে ঢুকতেই বড় বড় অক্ষরে লেখা ইনস্টিটিউটের নাম। ঢুকেই বেশ সুন্দর পরিবেশ দেখতে পাই। ঢুকতে গেটে ডান হাতে রয়েছে সুন্দর একটি নির্মাণ। রাতের বেলায় অনবরত জলের এরকম দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিলো।এই জিনিসটার নাম কি আমার ঠিক জানা নেই। তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।আমাদের ক্যাম্পাসে অনেকগুলো প্রশস্ত রাস্তা রয়েছে। এ রাস্তাগুলোর দুই ধার দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো যেগুলো আমার খুব ভালো লাগে।
1000027807.jpg
আমাদের ইনস্টিটিউট সব সময় এরকম আলোক সয্যায় ভরা থাকে। চারিপাশে এত লাইটিং দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।ঢুকেই বাম হাতে রয়েছে আমাদের বড় কলেজ মাঠ। দিনের বেলা আমরা ক্লাস টাইমে মাঠে বেশ সুন্দর সময় কাটাই। আমাদের ক্লাস যেদিন মাঠে থাকে সেদিন বেশ ভালো সময় কাটে আমাদের। তবে রাতের বেলা মাঠের দিকে মেয়েদের যাওয়ার অনুমতি ছিল না। সেজন্য আমি ওই দিকে যেতে পারিনি। কলেজ গেট দিয়ে ভিতরে আসতেই রয়েছে সুন্দর একটি আর্চ। আর্চে উপর দিয়ে চমৎকার বাগান বিলাস ফুলের গাছ। ফুলের মাঝ দিয়ে সুন্দর ইলেকট্রিক লাইট দেওয়া। রাতের বেলায় গাছগুলো দেখতে অসম্ভব ভালো লাগছিলো।
1000027808.jpg

1000027809.jpg
সেদিন আমি আমার রুমমেটদের সাথে পূজা দেখার উদ্দেশ্যে আমাদের কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়ে এতো ভালো লাগবে আমি ভাবতে পারিনি। সেদিন যেহেতু কলেজে পুজা হচ্ছিল লোকসমাগম অনেক ছিলো।দলে দলে লোকেরা পূজা দেখার উদ্দেশ্যে কলেজে আসছিলো।এত সুন্দর ইলেকট্রিক লাইটে ভরা ক্যাম্পাস তার সাথে অল্প সাউন্ডে সুন্দর সুন্দর গান বেজে চলছিলো।অসম্ভব সুন্দর লাগছিল ক্যাম্পাসটা। আমার মন একদম ভরে গিয়েছিল ক্যাম্পাসের এই সুন্দর দৃশ্য দেখে। ক্যাম্পাসে অনেক ধরনের ফুল রয়েছে। প্রত্যেকটি ফুলের টবে লাইট সিস্টেম করা রয়েছে। যেগুলো আমাকে বারবার মুগ্ধ করছিলো।
1000027806.jpg
কলেজের বিল্ডিং গুলো দেখতেও ভীষণ চমৎকার লাগছিলো।আমাদের ভিতরে যাওয়ার অনুমতি ছিল না। শুধু সামনের অংশটুকু ঘুরে দেখেছিলাম। বিল্ডিং গুলোর সাথে ইলেকট্রিক লাইট ছিলো।যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো।প্রত্যেকটি গাছ ইলেকট্রিক লাইন দ্বারা মোড়ানো ছিলো।সারা বছর আমাদের ক্যাম্পাস এভাবে সাজানো থাকে। মাঠে দেখতে আরো বেশী সুন্দর সেখানে যেহেতু যাওয়ার অনুমতি ছিল না সেজন্য উপভোগ করতে পারিনি। আমাদের ক্যাম্পাসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এক বছর হয়তো পরিপূর্ণভাবে ক্যাম্পাসে আমাদের যাতাযাত চলবে। ভাবতেই খারাপ লাগে এই ক্যাম্পাস ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপুদের সাথে ক্যাম্পাসের এই সুন্দর দৃশ্য বেশ দারুন উপভোগ করেছিলাম।
1000027800.jpg



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 
1000027873.png1000027875.png1000027874.png
 yesterday 

আমাদের মাঝে আপনি আজকে খুবই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন। আমার কাছে আপনার কাটানো পুরো মুহূর্ত টা দারুন লেগেছে। আপনাদের ইনস্টিটিউটের রাতের সৌন্দর্য কিন্তু খুবই দারুণ। খুব সুন্দর করে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমি চেষ্টা করেছি পুরোটা ভালো ভাবে পড়ার জন্য। শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 8 hours ago 

আমাদের কুষ্টিয়া পলিটেকনিকের রাতে সৌন্দর্য উপভোগ করেছ জেনে খুবই ভালো লাগলো। এমনিতেই কুষ্টিয়া পলিটেকনিক অনেক সাজানো গুছানো। সরস্বতী পূজার সময়ে আরও বেশি করে সজ্জিত করা হয়। অনেক অনেক দিন হল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়া হয় না। আগে যখন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছিলাম তখন প্রতিদিন খেলাধুলা শেষ করে বাসায় আসতে আসতে রাত হতো। সত্যি সেইসময়ের কথাগুলো এখন ভীষণ মনে পড়ছে। ভালোবাসার এই পলিটেকনিকে এখনো পড়তে ইচ্ছা হয় যদি ফিরে যেতে পারতাম সেই দিনে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.22
JST 0.031
BTC 84021.98
ETH 2299.61
USDT 1.00
SBD 0.68