কবিতা : ফাগুনের রঙ ।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২০ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000026874.jpg

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।

ঋতুরাজ বসন্ত এসে গিয়েছে। বসন্ত মানেই অন্যতম ভালোলাগার একটি ঋতু। বসন্তকালে শিমুল পলাশ ফুলের সাজ মনকে মুগ্ধ করে দেয়। ভোর বেলায় কোকিলের ডাক কি অপূর্ব তাই না? সবকিছু ভাবলেই ভালো লাগে। আজ সকাল বেলা উঠে কেন জানিনা বসন্তের আভাস পাচ্ছিলাম। যখন ক্যাম্পাসে যাই পাতা ঝরা রাস্তা দেখতে পাই। দেখতে অপূর্ব লাগে। সকাল বেলা উঠেই আনমনে এক কাপ চা বানিয়ে বসেই ছিলাম। তখনই কি মনে হলো ডাইরি বের করে কবিতা লিখতে বসলাম। বেশ অনেকদিন পরে কবিতাটা লিখলাম। বসন্তের এই রূপের বর্ণনা কবিতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি।আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



ফাগুনের রঙ

বিপুল ঐশ্বর্যের মালিক, সে সম্রাট
শিমুল, পলাশ তার মুকুটের সাজ।
স্নিগ্ধমলিন হাওয়ায়,
অপূর্ব এক সকাল আমায় ছুঁয়ে যায়।


কোকিল পাখির ডাক, রঙবেরঙের সাজ,
পাতা ঝরার শব্দ করে আমার চারিপাশ।
কাননে কাননে রঙবেরঙের বসেছে ফুলের হাট,
মোড়ে মোড়ে মেলার বাহার, চলছে বসন্ত উল্লাস।

এই আগুনলাগা ফাগুন আমার মন করে উতলা
প্রকৃতির প্রেমের পরশে মনে লাগে দোলা,
কৃষ্ণচূড়া আবির মেখে আকাশ রাঙ্গায় যখন
এমন মধুর রং দেখে কি মনে থাকে বাঁধন?

বাঁধনছাড়া মনটা আমার রঙয়ের পরশ পেয়ে
প্রেম ফাগুনে মাতোয়ারা,রঙয়ের ঢেউয়ে।
এবার বুঝি হবে সর্বনাশ,
ফাগুন যে আগুন মাস।

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া রঙ খেলে যাই
তাদের রঙে রঙিন হবো,সামিল হতে চাই।
সব বাঁধন আজ ছিড়ে যাবে,
আজ বসন্ত রঙের মাস,বসন্ত তাই ঋতুরাজ।



কবির অনূভুতি

বসন্তের দিনে কবিতা লিখতেও ভালো লাগে।বসন্ত হলেও রঙের মাস। গাছগুলো পুরনোবসন ছেড়ে দেয় অর্থাৎ সব পুরনো পাতা ঝরে পড়ে।গাছগুলো যখন নতুন করে সাজে কত অপূর্ব লাগে তাই না।ভোরের বেলা ভেসে আসা হাওয়ার সাথে মৃদু সুরের কোকিলের ডাক।শিমুল, পলাশ কৃষ্ণচূড়ার গাছগুলো আকাশে আবির মাখে।এই অপূর্ব দৃশ্য দেখে কি আর মনকে বেঁধে রাখা যায়। মনও বসন্তের রং মাখতে চাই। তাইতো বলি এই রং আগুন মাখা ফাগুনের রং।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  
 2 days ago 

কবিতা পড়লেই বোঝা যায় ফাগুন চলে এলো আমাদের দোল গড়ায়। কি চমৎকার কবিতা লিখেছেন। এক কথায় যাকে বলে সুখ পাঠ্য।

বসন্তের প্রকৃতি এবং তার সাথে মনের উচাটন সব মিলিয়ে কবিতাখানা কিন্তু মন ছুঁয়ে গেল।

 2 days ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি আজকে অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন। যেটা সম্পূর্ণ পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে খুবই সুন্দর হয়। আর পড়তেও ভালো লাগে। আশা করি সব সময় এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 days ago 

ঋতুরাজ বসন্তের চিরাচরিত রূপ ফুটে উঠেছে আপনার লেখা ফাগুনের রং কবিতাটির মধ্যে। পাতা ঝরা রাস্তা সহ প্রকৃতির মধ্যে দারুন এক রূপ অবলোকন করা যায় এই সময়। দারুন লিখেছেন কবিতাটি। এরকম চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

বসন্ত ঋতু অন্যতম একটি ঋতু। দীর্ঘ শীতের সিজনের পরেই প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে। ফুলে ফুলে ভরে যায় প্রকৃতিতে। পাখির কিচির মিচির ডাকে যেন নতুন করে ফিরে পায় আবারো সেই বসন্ত। শুধু যে প্রকৃতিতে আসে এমনটা নয় মানুষের মনেও আসে বসন্ত। বসন্তের রং নিয়ে খুব সুন্দর কবিতা লিখলেন। আপনার কবিতাটি পড়ে জাস্ট অনেক ভালো লেগেছে।

 2 days ago 
1000026912.png1000026914.png1000026913.png
 2 days ago 

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন।কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 yesterday 

বাহ! আপনি তো দারুণ কবিতা লিখেন। পুরো কবিতা জুড়ে বসন্তের আভিজাত্যের ফিলিংস পেলাম। দারুণ ছিল কবিতাটি। 🌸

 21 hours ago 

খুব চমৎকার একটি কবিতা লিখেছেন দিদি।কবিতার প্রতিটি লাইন জুড়ে ছিল বসন্তকালের সুখ অনুভূতি। বসন্তকাল আমার খুব পছন্দের একটি ঋতু।এই ঋতুতে ফুলের আবির মেখে রাঙা হয়ে উঠে মন।

 20 hours ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ফাগুনের রঙ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ফাল্গুন সৌন্দর্য মানুষকে এমনিতে আকৃষ্ট করে। তবে আপনি অসাধারণ অনুভূতি দিয়ে সুন্দর করে ফাগুনের রঙ কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96466.65
ETH 2728.86
SBD 0.65