চোখ জ্বালাপোড়া তো করারই কথা ভাই ,সারারাত জেগে ছিলেন যখন। আর বাংলাদেশের ট্রেন লেট থাকে শুনেছি সবসময় তবে ৩ ঘন্টা এতটা সময় দেরি করে ট্রেন আসলে তো অধৈর্য্য হয়ে পড়ার কথা। যাইহোক প্রায় তিন মাস পর বাড়িতে গিয়ে নিশ্চয়ই খুব মজা করছেন। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ভাই।