সিগারেট নিয়ে লেখা আপনার আজকের পোষ্টটি পড়ে খুব মজা পেলাম ভাই। কবীর সুমনের, যে গানের কথা আপনি উল্লেখ করেছেন, সেটি শুনে আমিও এতদিন ভাবতাম সেটা তার প্রেমিকাকে নিয়েই লেখা। তবে আজ জানলাম সেটা সিগারেটকে নিয়ে লেখা। আমিও দেখেছি সিগারেট খেতে গিয়ে অনেকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, হা হা হা। সব মিলিয়ে দারুন একটি পোষ্ট ছিল এটি।