এবছর বন্ধুরা মিলে একসাথে তালের রস না খাওয়া হলেও সকলে মিলে দেখছি দারুণ একটি বিকেল কাটিয়েছেন। আসলেই সকলে মিলে একসাথে হলে অনেক মজা হয়। তার মধ্যে এত মনোরম একটা পরিবেশ যেখানে স্যালো মেশিনের দারুণ ঠান্ডা জল ,আপনারা উপভোগ করেছেন তার মধ্যে খোলা মাঠ কিছু মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার। ভালোই হয়েছে তরমুজটা ফ্রিজে রাখা হয়নি, শেষ পর্যন্ত ঠান্ডা করার ব্যবস্থা তো হয়েই গেল। আপনারা যে খুব মজা করেছেন তা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম।