বাংলা নাটক"বিয়ে আমি করবো না"রিভিউ(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)
সবাইকে নমস্কার.....
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা সবাই কেমন আছেন।আমিও ভালো আছি।বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি নাটক রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমি যে নাটকটি রিভিউ করবো তার নাম বিয়ে আমি করবো না।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার রিভিউ করা নাটকটি।তাহলে আর দেরি না করে । চলুন শুরু করা যাক।
★ নাটকটির গুরুত্বপূর্ণ তথ্য:
নাটক | রিভিউ |
---|---|
নাম | বিয়ে আমি করবো না |
রচনা | সাজ্জাদ স্বপন |
পরিচালনা | ঈগল টিম |
অভিনয় | আফজাল সুজন,রাবিনা,ফাহিম,স্নেহা,মোহাম্মদ জাহাঙ্গীর কবির,রিজভিনা মৌসুমী ,শাওন মজুমদার,শশী আপরোজা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
রিলিজ | ২৮ ফেব্রুয়ারি ২০২২ |
সব গুলো ছবি স্কিনশর্ট দিয়ে নেওয়া হয়েছে.....
সরি সরি, ইচ্ছে করে ধাক্কা দিয়ে। তারপর সরি সরি। extremely সরি। কিছু করলে সরি।একটা শব্দ ভালো করে শিখছেন। কিছু হলো সরি সরি।আসলে আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেয় নি। রাস্তা ঘাটে মেয়েদের ইচ্ছে করে ধাক্কা দিয়ে।সরি বলাটা ভালো শিখছেন ।আপনি কি ভেবেছেন,আমি ছেলে মানুষদের চিনি না।আপনি কী সমস্ত ছেলের উপর পি এস ডি করছেন। আপু চলে তো,আপনাদের মতো ইপটেজার মনের ভাব বোঝার জন্য , মেয়েদের পি এস ডি করার প্রয়োজন হয় না। বুঝতে পারছেন।আসলে আপনি ব্যাপার টা বুঝতে পারছেন না।আসলে আপনাকে আমি ইচ্ছে করে ধাক্কা দেয় নি।আমাকে দেখে কি আপনার ইপটিজিং ছেলে মনে হয়।দেখেন আপনার ভোলা ভালো চেহারা লুকিয়ে আছে আপনি একজন ইপটেজার আর কুৎসিত চেহারা পিছনে আছে খারাপ অভ্যাস টা।আগামী কাল সব কিছু ঠিক থাকলো আমার বিয়ে।এই মিস্টার আগামি কাল আমার সব কিছু ঠিক ঠাক থাকলে আমারো বিয়ে হবে।সে আপনার মতো ইপটিজার না ,বুঝা গেলে।আমি অভিশাপ দিচ্ছে আপনার বিয়ে হবে না।আপনার মতো শকুনের অভিশাপে আমার বিয়ে হবে না। আপনাকে দেখলো বুঝা যায় আপনি একটা সাত চুন্নির।আপু চলতে এই রকম ফালুত লোকরে সাথে কথা বলার ইচ্ছে নাই।যান যান আমারে কোনে ইচ্ছে নাই।
আপনি ,আরে আপনি ,তোমরা দুজন দুজনকে আগে চিনো,ভালাইতে হলো।ভালোইতে হলো বটে।না হলো এমন একজন ইপটেজার সাথে বিয়ে করতে হতে।দেখেন আপনি কিন্তু আমার সাথে সাবধানে কথা বলবেন।আমি কিন্তু ইপটেজার না।আপনি কী আপনি সাত চুন্নি।আপনি তো সাত চুন্নি ,বলে ছিলেন না শকুনের দোয়া গরু মরে না।আজকে দেখলেন তো শকুনের দোয়া গরু মরে।আপনারা আমি বিয়ে করছি না।আমি মনে হয় আপনারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি।আমি মরে যাবে ,তবুও আপনাকে আমি বিয়ে করবো না।
ভাই রেস্টুরেন আইসা চিল্লাচিল করবো তা।আমি বুঝছি কী খাওয়াবা খাওয়াও।আচ্ছা ভাই একটু দেরি করে আমার বন্ধূগন আসুক ।কীরে তোর বন্ধূরা কোথায়,চলে ভিতরে আছে।এই বুঝি তোর বন্ধূ।থাপ্পারই তোর দাঁত গুলো ফেলাই দিবো।এই রকম ইপটেজার মানূষদের পছন্দ করি না ।তোর জানা ছিলে না।
আমরা দুই পরিবারে পিকনিক আসলাম।আর্য কোথায়।ছারা কোথায় ,দেখে মনে হয় ওরা দিকে আছে।এই শুনে আর্য আর ছারা যে ভাবে হউক ওদের কে এক সাথে মিলাতে হবে।কী খবর সবুজ সাহেব।আমরা যে উদ্দেশে আসলাম,সেই আশা পূরণ হবে তো ,হতেই হবে।আচ্ছা আমরা কোথায় যাচ্ছি।খুজে কী হবে।বা রে দেখতে হবে না,ওরা দুজন কোথায় আছে।আমার মনে হয় উচিত হবে না।কারন কেন,আসলে এটি একটা মনের ব্যাপার মনের মিল হলে সর্ম্পকে হবে ,না হলে হবে না।আমাদের উচিত সুন্দর দিনে সুন্দর মনের মানুষ খোজা।
মানুষ কখনো শকুন কিংবা সাত চুন্নি হয় না।কিন্তু মানুষ ইপটেজার হয়।বিশ্বাস মিলাই বস্তু ,তর্ক মিলাই বহু দূর।আপনি চাইলে আমাকে বিশ্বাস করতে পারেন।বিশ্বাস একটা খুব কঠিন একটা জিনিস।সময় পেলে বিশ্বাস অর্জন করা বেশ কঠিন কাজ নেয়।
কীরে বিয়ের ব্যাপার কিছু তো বলিল না।কি জানো ভাবি,ছারাকে তোর পছন্দ হয়েছে।,চুপ করে আসিস কেন,বল।আর্য কে তোর পছন্দ হয়েছে।ওদের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো,হুম সত্যি বলতেছি।তাহলে আমি যাই তোর ভাইয়ার সাথে কথা বলি।কী রে ওমর খাবার টেবিল খাবার রেডি। তোর ভাবি কোথায় ।ভাইয়ার সাথে কথা বলছে বড় ভাইয়া।তোমার ভাই বিয়ে করার জন্য রাজি হয়েছে।তাহলে তুমি তোমার বান্ধির সাথে কথা বলি।
বা খুব সুন্দর জায়গায়,হঠাৎ করে এতে সুন্দর জায়গায় নিয়ে আসলেন।আমার এটা পছন্দর জায়গা।আচ্ছা আপনারে কী কী সুন্দর কিছু দেখাবেন।আমার অনেক সুন্দর জায়গায় আছে।সব গুলোতো আপনাকে নিয়ে বেড়াবে।তো শুধু এখানে দাড়াই থাকবে।এতে সুন্দর জায়গায় ঘুরবো না।চলেন,অবশ্যই......
তারপর ফোনে দুজনের আলাপ হচ্ছে ।হ্যা কই তুমি আমি রাস্তার পাশে আছি।তুমি তাড়াড়াড়ি আসো।ফোন কাটা লাগবে না.কই তুমি ছারা এই যে আমি ।আমি আসতেছি দাড়াও,আসো।আচ্ছা তুমি থাকো আমি আসতেছি,আচ্ছা বাবা..
১ বছর পরে.......
শিক্ষা:নাটকটি আমার অনেক ভালো লেগেছে।নাটকটির মধ্যে প্রথমে দুজনের মধ্যে যে ঝগড়া হয়।পরে তাদের ভালোবাসা এতে গভীর হয়।দুজন দুজনের জন্য মরতে রাজি । অনেক এই বিশেষ টুকু আমার অনেক ভালো লাগে।আসলে মনের মানুষের সাথে যত ঝগড়া তত ভালোবাসা বেশি হয়।এখানে আমি নাটকের অল্প কিছু তুলে ধরলাম।
★ ব্যক্তিগত নাম্বার:আমার কাছে নাটকটির রেটিং :০৮/১০
নাটকের লিংক:
এটা ঠিক মনের ভেতরে যত জগড়া অভিমান থাকে তার জন্য আমাদের ভালোবাসা ও বেশি থাকে। নাটকটা আমি দেখিনি তবে রোমান্টিক নাটক মনে হচ্ছে। দারুণ রিভিউ করেছেন নাটক টার। অনেক ভালো পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
ধন্যবাদ পোস্টটি পড়ে সু্ন্দর মতামতের জন্য।
যে প্রেমে যত বেশি ঝগড়া সেখানে ততো বেশি ভালবাসার গভীরতা কাজ পরে আপনার এ নাটকে বিভিন্ন থেকে অনেকটা তাই বুঝলাম।এত চমৎকার একটি নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ♥♥
অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
ভাইয়া আপনার নাটক রিভিউ দেখে মনে হচ্ছে আমাকেও দেখতে হবে নাটকটি।খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। চমৎকার লাগল আপনার এই নাটকের পটভূমিটি।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
আপনাকে অসংখ্য ধন্যবাদ্।
বিশেষ করে ঈগল টিমের নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে। তারা অনেক সুন্দর ভাবি নাটক গুলো তৈরি করে যেগুলো বাস্তবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন। যদিও নাটকটি আমি আগে দেখেছিলাম। তবুও পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার পোস্টটি দেখে সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
https://twitter.com/PRO1253679051/status/1503615294807420929?
আপনার এই পোস্টে প্রচুর বানান ভুল হয়েছে। অনুগ্রহপূর্বক সেগুলো সংশোধন করুন।
ধন্যবাদ ভাইয়া ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
আসলে কিছু কিছু নাটক আছে যেগুলো দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। এই নাটকটি সেই রকম একটি নাটক। ভালোবাসাকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে এই নাটকে আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আরো এমন নাটক বাছাই করার অনুরোধ রইলো ভাই।
ধন্যবাদ ভাই ,সুন্দর মতামতের জন্য।
বিয়ে আমি করবো না,, নাটকটির এই টাইটেল টা বেশ মজাদার । আমি এই নাটকটি আগে কখনো দেখিনি তবে আপনি যেভাবে নাটকের রিভিউ পোস্ট টা করেছেন এটি পড়ে মনে হল নাটকটি বেশ ইন্টারেস্টিং হবে। ধন্যবাদ আপনাকে এই রিভিউ পোস্ট টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন আপনি। নাটকটি আমি দেখেছিলাম খুবই ভালো লেগেছে দেখে। ছোট দুই ভাই বোন পরিকল্পনাগুলো আমার খুবই। অসাধারণ একটি নাটকের ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার।
ধন্যবাদ পোস্টটি দেখে ও পড়ে সুন্দর মতামতের জন্য ।
চমৎকার একটি নাটক এর রিভিউ দিয়েছেন। খুব ভালো লাগলো। দেখে মনে হচ্ছে হাসি একটি নাটক। সময় পেলে দেখতে হবে। খুবই গুছিয়ে পোস্ট করেছেন। চমৎকার হয়েছে এতে। ধন্যবাদ এতো সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ পোস্টটি দেখে সুন্দর মতামতের জন্য।