টানা বৃষ্টি হওয়াতে তলিয়ে যাওয়া কিছু দৃশ্য। "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজকে আপনাদের মাঝে আবারো নতুন একটি বিষয় নিয়ে পোস্ট করতে হাজির হলাম। নতুন কিছু বিষয় পোস্ট করলে নিজেকে অনেক ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার। তো আজকের বিষয় হচ্ছে টানা বৃষ্টি হওয়াতে তলিয়ে যাওয়া কিছু দৃশ্য তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। আজকে সকাল থেকে অনেক ব্যাস্ত ছিলাম।সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কোচিং যেতে হয়।কোচিং শেষ করছি প্রায় ১০ টার দিকে। তার পর দোকান থেকে ফোন আসছিল। তখন আবার দোকান যেতে হলো।
দোকানে গিয়ে কিছু মাল করে নিয়ে আসলাম। তার পর সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আবার ১২ টার সময় পার্বতীপুর শহরে রওনা দিলাম। সেখানে কিছু মাল করে নিলাম। তবে সেখানে অনেক সময় লেগেছিল।আমি ৩ টার সময় বাসায় আসছি।আজকের দিনটা অনেক ব্যাস্ততার মাঝে গেছে। যাইহোক ওইদিকে আর না যায়। কিছু দিন আগে আমাদের সব অঞ্চলেই টানা বৃষ্টি হচ্ছিল। এই টানা বৃষ্টি হওয়াতে কম বেশি অনেক জায়গায় তলিয়ে গেছে। আমাদের এইদিকেও অনেক জায়গায় তলিয়ে গেছে।
আবার অন্য গ্রামে দেখলাম ওই দিকেও বৃষ্টি দিয়ে ভরে গেছে। টানা বৃষ্টি হওয়াতে অনেক মানুষের কষ্ট হচ্ছিল। কারণ যাদের নদী এলাকায় বসবাস করে তাদের বাড়িতে পানি ডুবে গেছিলো।শুধু কি মানুষের বাসায়। আমার নিজের কথা বলি।আমার নিজের এক ভাই পুকুর পারে বাড়ি দিয়েছে। টানা বৃষ্টি হওয়াতে তারও বাড়িতে পানি উঠেছিল।যাইহোক আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিকঠাক আছে।আমি আপনাদের মাঝে যেগুলো ছবি তুলে ধরছি সেগুলো আমার এলাকা থেকে তোলা।
এবং টানা বৃষ্টি হওয়ার সময় এই ছবি গুলো ক্যামেরা বন্দী করছিলাম।বৃষ্টির দিনে আমি আর আমার দুই বন্ধু মিলে সব জায়গায় ঘুরতে গেছিলাম। দেখতেছি কোথায় কি হলো।আর এই রকম তলিয়ে যাওয়া দৃশ্য দেখে সাথে সাথে তার ছবি তুলে রাখি।কারণ ছবি তুলে রাখলে একদিন না একদিন সেই ছবি দিয়ে পোস্ট করতে পারবেন।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার তোলা টানা বৃষ্টি হওয়াতে তলিয়ে যাওয়া দৃশ্য গুলো কেমন লাগলো।আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ডিভাইস | Redmi 9A |
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |


আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |

You can also vote for @bangla.witness witnesses





https://twitter.com/Polashislam681/status/1716074900509893093?t=6LfB8YNd1LFnueQvnts0DA&s=19
যদিও আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না। তবে গ্রামের দিকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হওয়াতে অনেক মানুষের কষ্ট হচ্ছে। আর রাস্তা ঘাটে পানিতে ডুবে যাচ্ছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে খুব খারাপ লাগলো। আশাকরি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই
আরে ভাই এটা কী অবস্থা হয়েছিল। একেবারে বৃষ্টির পানিতে দেখছি চারিদিক থৈ থৈ করছে। এইরকম টানা ভারীবর্ষন হলে নিচু এলাকা গুলো তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঐ এলাকার মানুষের দূর্ভোগ বেড়ে যায় অনেক। যেমনটা আপনার পোস্টে দেখা যাচ্ছে। যদিও আপনার ঐ মূহূর্তের ফটোগ্রাফি গুলো ধারণ করে রেখে দিয়েছেন।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
বেশ ব্যস্ততার মধ্যে আজকের দিন কেটেছে আপনার। টানা বৃষ্টি হলে নদী এলাকার মানুষজনের আসলেই বেশ কষ্ট হয় তাছাড়া নিচু এলাকায় বাড়িঘর গুলো এরকম পানিতে ডুবে যায়। বৃষ্টির পানিতে চারদিক একেবারে ভরে গিয়েছে দেখছি। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আশা করি পানিগুলো দ্রুত নেমে যাবে তাহলে মানুষের কিছুটা স্বস্তি ফিরে আসবে।
জ্বি আপু নদী এলাকান মানুষ গুলো তখন অনেক কষ্ট করে জীবন চালায়।যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
বৃষ্টি হওয়াতে সব কিছু তলিয়ে গেছে দেখে খুব খারাপ লাগছে। বিশেষ করে ফসলি জমি তুলিয়ে যাওয়াতে কৃষক বেশ বিপাকে পড়বে। সব কিছু তুলিয়ে যাওয়াতে মানুষের খুব কষ্ট সৃষ্টি হয়েছে নিশ্চয় মানুষের দূর্ভোগ অনেক। রাস্তা ঘাটে পানিতে ডুবে যাওয়াতে যাতায়াতে বেশ অসুবিধা। ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জ্বি ভাই তবে বর্তমান সব পানি সরিয়ে গেছে।মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।