প্রথমেই আপনার সুস্থতা কামনা করি। তবে এখন একটু আবহাওয়া চেঞ্জ হওয়ার কারনে কাশি সর্দি এগুলো ধরতেছে।তবে আপনার লম্বা ঘুমানোর কথা শুনে আমারো হাসি পেলো।আবার সেই ঘুম থেকে আপনি অনেক টায় সুস্থ হয়েছেন।আর কিছুদিন ধরে আসলেই প্রচুর গরম থাকার কারনে সবাই রাতে ফ্যান চালিয়ে ঘুমায় আর সেই ঠান্ডা টা শরীরে লেগেই সবাই অসুস্থতায় ভুগতেছে।যাইহোক সুস্থ অসুস্থ সকলেই আল্লাহ তায়ালার নিয়ামত। দোয়া করি আপনি খুব শীগ্রই সুস্থ হবেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলেই ভাই আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এমনটা হয়েছে বলতে পারেন। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।