||নাটক রিভিউ:-বাটপার কাপল||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-বাটপার কাপল আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু নাটকের রিভিউ শেয়ার করার।তবে নাটক দেখার সময় আমার হয়না, কিন্তু মাঝে মাঝে সময় পেলে নাটক দেখতে চলে যায়।তবে আমার কাছে জাহের আলভীর নাটক অনেক ভালো লাগে।তবে মাঝে মাঝে তার নাটক গুলো একটু না দেখে চলে যাই।আমি জেনারেট আপনাদের মাঝে রিভিউ করবো তো আমি যে নাটকের রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে অনেক হাস্যকর একটি নাটক এবং শিক্ষনীয় কিছু জিনিস রয়েছে।আসলে বর্তমান যে নাটক গুলো বের হয় সেগুলো অনেক বাস্তবের সঙ্গে মিল থাকে। এবং শিক্ষা নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু থাকে।যাইহোক এই নাটকটি আমি বেশি কিছুদিন আগে দেখলাম এবং দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আশা করছি আপনাদের কাছেও নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | বাটপার কাপল |
---|---|
অভিনয় | জাহের আলভি,সামন্তি সৌমি,আরো অনেকে |
পরিচালক | E N G মেহেদী হাসান |
মুক্তির তারিখ | ০৫ শে ডিসেম্বর ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫০ |
তো নাটকের শুরুতেই নায়িকা এবং নায়ক তারা কিন্তু বাটপারি করার জন্য অনেক লোকদের কে বোকা বানিয়ে অনেক টাকা লুটপাট করে। তো নায়িকা একদিন রাতের বেলা দুইটি লোককে বোকা বানিয়ে গাড়িতে উঠিয়ে যাইতেছিল।কিছু দূর এগিয়ে যাওয়ার পরে নায়ক এবং তার একটি ফ্রেন্ড তারা পুলিশ সাজিয়ে তাদের গাড়ি আটকায় দিলো।এখন এরা তো পুলিশ সেজে গেছেই, হুট করে গাড়ি চেক করতে গিয়ে দেখে যে মেয়ে মানুষ। এখন এই লোক গুলো তো পুরো ভয়ে কাঁপতেছে।তো একটু পর পুলিশ গুলোতে চিপায় ডাক দিয়ে কিছু টাকা দিলো।আসলে তাদের ধান্দা ছিলো টাকা খাওয়ার। পরে তারা চলে যাওয়ার পর আবার এক সঙ্গে হলো।
তো নায়ক একদিন অনেক বড় একটি জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে।আর সেটা হচ্ছে বড় লোকের মেয়ের সাথে প্রেম। তো হুট করেই রেস্টুরেন্টে তাদের দেখা এবং অনেক সময় নিয়ে আড্ডা। তো যতক্ষণ আড্ডা ততক্ষণে খাওয়া দাওয়া।বিল হয়েছে তাদের ১০ হাজার টাকা। তো বিল দিয়ে সব কিছু সেরে ওই মেয়েটি তাকে পছন্দ করতে লাগে।এইদিকে যে নায়কের নায়িকা রয়েছে এটা সে জানতো না। প্রতি দিন রাতে কথা বলে তারা।কিন্তু এই দিকে তার নায়িকা কে নিয়ে নায়ক সুয়ে আছে।যাইহোক বাটপার কেমন সেগুলো প্রমাণ দিচ্ছে হাহাহা।
তার পর আরো একদিন তারা পুলিশ সাজিয়ে রাস্তায় বের হয়। ঠিক তাদের সামনে একটি বাইক দাড়িয়ে থাকা একটি লোক দেখতে পায়।তারা সাথে সাথে সেই লোকের কাছে ধান্দা মারতে যায়। তো সেখানে গিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো। তো তাকে বলল যে ওর পুরো শরীরটা চেক করো।চেক করতে গিয়ে তার সাথে একটি বন্ধুক পায়।তারা তো পুরো ধান্ধাবাজি শুরু করে দিলো।তার পর তার মানিব্যাগ চেক করতে গিয়ে পুলিশের আইডি কার্ড পান।তারা আইডি কার্ড দেখে পুরো অবাক। ভুয়া পুলিশ সেজে পুলিশের কাছে ধান্দা। তারা দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তো একদিন সব পুলিশ সেই দুই ধান্দাবাজকে ধরার জন্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিলো।তো নায়ক যে মেয়ের সাথে ফোনে রিলেশন করেছিল, সেই মেয়েটি হুট করে পুলিশের কাছে তার ছবিটি দেখতে পায় এবং জানতে পারে সে একজন বাটপার ও ধান্দাবাজ।তো পরে সেই মেয়েটি এক জায়গায় ডাক দিয়ে পুলিশের কাছে তাকে ধরিয়ে দেই।ধরিয়ে দেওয়ার পর দুইদিন পর নায়িকা তাদের জামিন করাই দেয়।তো তারা জেল থেকে আসার পরে রাতের বেলা একটি দোকানে চা খেতে বসে।এবং সেই দোকানদারের পা ছিলো না। তারা এই দৃশ্যটি দেখে অনেক অবাক হয়ে গেলো।কারণ পা না থেকে সে ব্যাবসা চালিয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব,?তাদের মাথায় এই কথাটি ঘুরপাক শুরু করলো।তো পরে বলল যে আপনি পা না থেকে কিভাবে ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। আপনি পারলে ভিক্ষা করেও খেতে পারেন।তাকে বলল যে ভিক্ষা করে খাওয়ার চেয়ে নিজে ইনকাম করে খাওয়া অনেক উত্তম।তার কথা শুনে তারা অনেক চিন্তিত।তারা তার পর থেকে সিদ্ধান্ত নেই আমরাও নিজে ইনকাম করে খাবো।নাটক টি এখানেই শেষ হয়ে যায়।
তো সত্যি নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এবং শেষে একটি শিক্ষনীয় জিনিস রয়েছে এটা দেখে আরো অনেক ভালো লাগলো।কারণ কারো টাকা লুটপাট করে খেয়ে বড়লোক হওয়া কোনভাবেই এটা হজম হবে না।যদি আপনি দিনে দুই টাকা বা ১০০ টাকা ইনকাম করে খান এটার স্বাদ অন্যরকম থাকবে।এবং নিজে ইনকাম করে নিজে চলতে পারবেন এটার আনন্দ এবং অনুভূতিটি ভিন্ন রকম থাকবে।যাইহোক কারো জিনিস লুটপাট করে খাওয়া এটা কোনভাবেই ঠিক না।এগুলো থেকে যেনো সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করেন।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি বেশ ভালোই লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা আমি দেখেছিলাম গতকালকে। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
মাঝে মাঝে জাহের আলভী নায়কের নাটক গুলো দেখা হয়। অনেক সুন্দর অভিনয় করে। আপনি আজকে চমৎকার একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। নাটকটি আমি দেখিনি তবে সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। আপনার সম্পূর্ণ রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
এরকম সুন্দর সুন্দর নাটক গুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা বাটপার কাপল নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। সুন্দর ছিল এই নাটকের পুরো কাহিনীটা।
ধন্যবাদ ভাইজান এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনি ভালো লাগার মত অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। আপনার চমৎকার এই নাটক এই ভিডিও দেখে ভালো লাগলো। আমি এর আগে কোনদিন এই নাটকটা। তবে আপনার জন্য আজকে দেখার সুযোগ হয়েছে ভাইয়া। নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আলভির নাটক বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। বাটপার কাপল নামের নাটকটি খুবই সুন্দর করে রিভিউ করেছেন ভাই। এই নাটকের মধ্যে শিক্ষণীয় বিষয় হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করে খেলে সেটা কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী ইনকাম করে চলা। যাই হোক আপনার এই নাটকের রিভিউটি দারুন ছিলো ভাই।
আমার কাছেও আলভীর নাটক গুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সৎ পথে উপার্জন করে খাওয়ার মধ্যে তৃপ্তি আছে কিন্তু কারো টাকা লুটপাট করে খাওয়ার মধ্যে শান্তি নেই। যাই হোক একদম বাস্তবধর্মী একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। আলভির নাটক দেখতে আমি খুব পছন্দ করি। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
জি আপু সৎ উপার্জন করে খাওয়ার মধ্যে আলাদা একটি তৃপ্তি রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।