//শুভ জন্মদিন প্রিয় টিনটিন বাবু//
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে শুভ জন্মদিন টিনটিন বাবু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসার একটু কাজ ছিল সেটা করে নিলাম। তবে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে যার কারনে বৃষ্টিতে ভিজে কাজ গুলো করতে হয়েছে। কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম।কাজ শেষ প্রায় দুপুর হয়ে গেছে। তো একটু রেস্ট নিতেই না নিতেই টিনটিন বাবুর কথা মনে পড়লো।টিনটিন বাবুর আজকে জন্মদিন,এই জন্মদিনে তাকে উইশ না করলে হয়।যেই ভাবনা সেই সাথে সাথে পোস্ট লিখতে বসলাম। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।
আপনারা হয়তো সবাই জানেন আজকে আমাদের প্রিয় বড় দাদার ছেলের জন্মদিন।এই বিশেষ দিন কেন্দ্র করে আজকে আমাদের কমিউনিটির বিশেষ হ্যাংআউটের আয়োজন করা হয়েছে। আপনারা হয়তো এর আগের জন্মদিনেও খুব সুন্দর ভাবে হ্যাংআউট উপভোগ করছেন।তবে এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে আমি টিনটিন বাবুর দ্বিতীয় জন্মদিন উপভোগ করতে যাচ্ছি। এর আগে যারা অনেক পুরাতন ইউজার ছিল তারা হয়তো আরো বিশেষ হ্যাংআউট উপভোগ করছে।এর আগের জন্মদিন উপভোগ করতে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পারছি।আসলে আমাদের কমিউনিটির আজকে বিশেষ একটি দিন যেটা আমাদের কাছে খুবই স্পেশাল।
আমরা সবাই আমাদের প্রিয় দাদার পুত্রকে টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।আমার পক্ষ থেকে টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আগামী দিন গুলো টিনটিন বাবুর যেনো খুবই সুন্দর ও উজ্জ্বল হয়ে থাকে।আমাদের প্রিয় দাদা ও বৌদি যেভাবে টিনটিন বাবুকে গাইডলাইন করে, সেই হিসাবে টিনটিন বাবু একদিন বড় মনের মানুষ হবে।আমি এই প্লাটফর্মে যুক্ত না হলে দাদার সম্পর্কে এত কিছু জানতে পারতাম না। আমার লাইফে এই প্রথম একটি মানুষ দেখেছি, যার মনে কোন অহংকার ও হিংসা নেই।এইরকম মানুষ আমাদের কমিউনিটির ফাউন্ডার সেটা ভেবেই অনেক ভালো লাগতেছে।
আমরা সবাই যার যার জায়গা থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাবো।এই বিশেষ দিনে টিনটিন বাবুর যেন আগামী দিন গুলো খুবই উজ্জ্বল হয় এই কামনাই করবো।যাইহোক এর আগের বিশেষ হ্যাংআউটে আমি খুব সুন্দর ভাবে টিনটিন বাবুর জন্মদিন উপভোগ করছি। এইবারো আমি টিনটিন বাবুর জন্মদিন সুন্দর ভাবে উপভোগ করবো এই কামনাই করি।পরি শেষে আমার অন্তরস্থল থেকে টিনটিন বাবুকে শুভ দিনের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।যেনো আগামী দিন গুলো খুবই সুন্দর ও সহজ ভাবে পরিচালনা করতে পারে।আমাদের সবার দোয়া রইলো টিনটিন বাবু একদিন বড় মনের মানুষ হবে।তার নীতি,আচরণ,কথা বার্তা সব কিছুই সুন্দর হবে এই প্রত্যাশা করি।তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
https://x.com/Polashislam681/status/1839214256451104925?t=4n191ToixsGlQ_0F8uDV7w&s=19
টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আপনি দারুন একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া আগামী দিনের পথ সুন্দরভাবে পাড়ি দিতে পারে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি ভাই সবাই তার জন্য দোয়া করবো,যেনো আগামী দিন গুলো খুবই সুন্দর হয়।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই টিনটিন বাবুর জন্মদিনে সুন্দর উইশ করার জন্য। আপনি দারুণভাবে তার জন্মদিন উপলক্ষে একটা পোস্ট উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্ট দেখে। শুভ হোক তার জন্মদিন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে আপনার হৃদয়ের অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আমরা দোয়া করি যেন স্নেহের টিনটিন বাবুর প্রতিটি মুহূর্ত খুব সুন্দর এবং আনন্দময় কাটুক। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি অনেক দারুন একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দোয়া করি টিনটিন বাবুর প্রতিটি মুহূর্ত খুব সুন্দর এবং আনন্দময় কাটুক এবং সে মানুষের মতো মানুষ হোক। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।