||অবশেষে টানা দ্বিতীয় বারের মতো ফাইনাল নিলো বরিশাল||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে অবশেষে আবারো ফাইনাল নিলো বরিশাল আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। যাইহোক আজকে যে বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো এটা আমাদের সবার জানা।হয়তো কম বেশি সবাই বিপিএলের ফাইনাল খেলা দেখছি।যাইহোক আমি চেষ্টা করবো সংক্ষিপে রিভিউ শেয়ার করার। আসলে এবারের বিপিএল তেমন একটা দেখি নাই। কারণ আমি সাকিবের ফ্যান তাই। সাকিব যদি বিপিএল খেলতো তাহলে পুরো বিপিএল দেখতাম।যাইহোক একটা প্লেয়ারের ফ্যান আমরা হতেই পারি।হোক সেটা খারাপ বা ভালো।তাহলে দেরি না করে শুরু করা যাক।
তো খেলা শুরুতেই টসে জিতে ফরচুন বরিশাল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়।তো এদিকে চিটাগাং এর ইমন এবং তার সাথে আরেকটি প্লেয়ার ওপেনিং নামলো।তবে আপনারা হয়তো শুরুর দিকে খেলাটি দেখছেন যে কেমন খেলছিল ইমন।আসলে ওই দিন কিন্তু অনেক চেষ্টা করেছিল পারভেজ হাসান ইমন। যাইহোক আমি ওপেনিং থেকে পার্টনারশিপে যে রানটি হয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আমি মনে করি যে খেলাতে ওপেনিং জুটি যদি ভালো হয় তাহলে খেলাটি আরো জমজমাট হয়।ঠিক তেমনি এখানেও কিন্তু ওপেনিং ব্যাটসম্যান গুলো অনেক সুন্দর ইনিংস করছে।বিনা উইকেটে তারা ১২০-১৩০ করছে।যাইহোক সব থেকে ওইদিন পারভেজ হাসান ইমনের খেলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সে যখন এক একটি বাউন্ডারি মারে যেনো অনেক বড় বড় বাউন্ডারি।
তো এই ভাবে কিন্তু তারা দুইজন অনেক সুন্দর খেলছিল।তো ইমনের সাথে যে প্লেয়ার টি ছিলো সেটা ৫০+ করে আউট হন।অবশেষে শেষ ১৯ ওভার পর্যন্ত তারা ১ উইকেট হারিয়ে ১৮৮ রান নেই।তবে এখানে ওপেনিং হিসেবে পারভেজ হাসান ইমন কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত খেলে গেছে।সব থেকে এটাই কিন্তু চিটাগং এর জন্য অনেক। কারণ ইমন কিন্তু অনেক চেষ্টা করে গেছে শুরু থেকে রান তোলার। এবং যে রানটি করেছে সেটাও কিন্তু জয়ী হওয়ার রান।যাইহোক শেষ পর্যন্ত তিনটি উইকেট হারিয়ে চিটাগং ১৯৫ রান টার্গেট দেয় বরিশাল কে।
তো বরিশাল যখন ব্যাটিং করে তখন কিন্তু পাওয়ার প্লেতে তামিম ইকবাল অনেক সুন্দর একটি ইনিংস খেলছে। এবং যে রানটি বের করছে সেটা কিন্তু বরিশালের জন্য অনেক সুন্দর ভাবে জেতার সুযোগ হয়েছে। যাইহোক পাওয়ার প্লেতে কিন্তু চিটাগাং কোন উইকেট ফরলতে পারে নাই।তো পাওয়ার প্লে যাওয়ার পরেই কিন্তু দুইটি উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল।তো তাদের যখন এইভাবে উইকেট গুলো হারিয়ে যাচ্ছে আমি মনে করেছিলাম যে এই ম্যাচটি তারা জিততে পারবে না।তবে তাদেন খেলার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম।উইকেট হারিয়ে যাচ্ছে তবুও কিন্তু রান পয়েন্টে তাদের কমতেছে না।জিতার জন্য পার ওভারে যেমন রান পয়েন্ট দরকার সেই রকম রান পয়েন্ট কিন্তু তারা নিয়ে যাচ্ছে।
খেলা দেখতে দেখতে হুট করে কিন্তু ক্যামেরা ম্যান ফাইনালের যে কাপটি দেওয়া হবে কাপটি আমাদের সবাইকে দেখায় দিলো। যাই হোক ১৫ ওভারে ১৫৬ রান করে ৪ টি উইকেট হারিয়ে ফেলে বরিশাল। তবে তাদের রান কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। ১৭ ওভারের পরেই ১৭২ রান করে ৫ টি উইকেট হারিয়ে ফেলে। তবে লাস্টে এসে কিন্তু সকল সাপোর্টাররা অনেক চিন্তিত ছিলো।কারণ ম্যাচ কিন্তু দুইজনের হাতেই রয়েছে। এখানে যার রিজিক আছে সেই কিন্তু এই ম্যাচটি জিততে পারবে।কারণ এই দিকে কিন্তু বরিশালের উইকেট ছিল না। সব উইকেট এবং ব্যাটসম্যান গুলো আউট হয়ে গেছে।কিন্তু হুট করেই রিশাদ এসে কিন্তু পুরো ম্যাচটি ঘুরিয়ে দিলো।এবং বরিশাল ৮ উইকেট হারিয়ে ৩ উইকেটে ফাইনাল ম্যাচটি জিতে যায়।আসলে এখানে রিশার যদি তার পারফরমেন্স না দেখাতো তাহলে কিন্তু ম্যাচটা জিততে পারত না। যাইহোক বরিশাল টানা দ্বিতীয়বারের মতো এবারও বিপিএলের ফাইনাল নিলো।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে হওয়া ফাইনাল ম্যাচটি দারুন ছিলো। চিটাগাং এর শুরুর দিক দারুন ছিলো। চট্টগ্রামের হয়ে ইমন চমৎকার খেলেছে কিন্তু। যার ফলে চট্টগ্রাম ১৯৫ রানের টার্গেট দেয় বরিশালকে। এত কিছুর পরেও বরিশাল ঠিকই জয় লাভ করেছে। তবে রিশাদের কৃতিত্ব অনেক বেশি। খুবই সুন্দর করে রিভিউ করেছেন ভাই বিপিএল এর ফাইনাল ম্যাচটি। ভালোই লাগলো পড়ে।