এই খাওয়াদাওয়া আমাদের চিরন্তন সংস্কৃতি। কিন্তু পরিতাপের বিষয় হল শহরে তো বটেই, গ্রামেও আজকাল খাইয়েদের বড় একটা দেখা যায়না। একটা সময় যেকোন অনুষ্ঠানেই চ্যালেঞ্জ করে খঅওয়ার রীতি ছিল। অনেকসময় দুজন খাইয়ের মধ্যে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আপনাদের খঅওয়া দাওয়া দেখে মনে হল সেই ঐতিহ্য এত সহজে লুপ্ত হবেনা। মামাতো ভাই এর জয় হোক।