You are viewing a single comment's thread from:

RE: দীঘায় যাওয়ার কিছু মুহুর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

আমারও ঠিক একই এক অনুভূতি। বন্ধুদের সঙ্গে ঘোরার তুলনায় পরিবারের সঙ্গে ঘুরতে বেশি ভালো লাগে। বিশেষ করে যেখানে সব ভাই-বোনেরা থাকে।তোমাদের দীঘা যাওয়ার অভিজ্ঞতা পড়ে আমাদের মৌসুনি আইল্যান্ডে ঘোরার অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। আমরা সব ভাইবোনেরা মিলে মৌসুনি আইল্যান্ডে একটা রাত কি যে আনন্দে কাটিয়েছি বলে বোঝানোর নয়।১১ বছর পরে দীঘা যাচ্ছ।নিশ্চয় অনেক পরিবর্তন দেখতে পারবে। আমি তো শেষ ২০১৪ তে গেছি। তার পরে আর যাওয়াই হয়নি। যদিও তার আগে প্রায় ১২-১৩ বার দীঘা ঘোরা হয়ে গেছে।তবে সেই সময় দিঘাকে এত সুন্দর করে সাজানো হয়নি,বর্তমানে দীঘাকে যতটা সুন্দর করে সরকারের তরফ থেকে সাজানো হয়েছে! ঘুরে এসো।আনন্দ পাবে দেখে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94096.46
ETH 2637.10
USDT 1.00
SBD 0.68