যে মানুষ নিজের দেশকে ভালোবাসে না, সে মানুষের না নিজের ধর্মের প্রতি প্রেম আছে, না নিজের জাতির প্রতি প্রেম আছে এটাই হওয়া স্বাভাবিক। যে দেশে জন্মালাম, যে মাটির ছোঁয়ায় বড় হলাম,সেই মাটির প্রতি এতোটুকু অনুরাগ না থাকলে, সে মানুষের কারো প্রতি কোনো অনুরাগ নেই। সে কিছুদিন পরে নিজের আপনজনদের আত্মীয়-স্বজনদেরও এক মুহূর্তে ছেড়ে দিতে পারে। আপনার আত্মীয়ার কথা শুনে বেশ ভালো লাগলো। দেশের প্রতি কতটা প্রেম থাকলে যে মৃত্যুর পরেও নিজের দেশেই কবর চায়, সেটা বোঝাই যাচ্ছে।