গল্পটা খুব ভালো লিখেছেন। আমি তো প্রথম পর্ব পড়ে ভেবেছিলাম রাকিব আর নীলারই কিছু হবে।কিন্তু মাঝখান থেকে কখন আবির চলে এলো সেটাই ভাবতে পারিনি। যাই হোক গল্পের প্লট তো চেঞ্জ হতেই থাকবে, পথ অন্যদিকেও ঘুরবে। কিন্তু শেষ পর্যন্ত যে প্রকৃত ভালোবাসে সেই যেন তার ভালোবাসাকে পায়। এটাই চাইবো। ধন্যবাদ এত সুন্দর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি দিদি। পরের পর্বটি পড়লে বিষয়টা কিছুটা বুঝতে পারবেন 🌼🦋