বিজনেস যে কোন ভালো, যদি ভালো করে করা যায়। এই যে এখন এম বি এ চাওয়ালা, বি।. এড চাওয়ালা এরা এত ভাইরাল হচ্ছে বিজনেস করেই। তাই স্ট্র্যাটেজি আর মার্কেট রিসার্চ টা ভালো করে করতে হবে। তবেই বিজনেস দাঁড়াবে।আর ফুচকার টক জল টাই আসল খেলা খেলে। আমি এটা পরীক্ষা করার জন্য একই দোকান থেকে জল দিয়ে আবার জল ছাড়া শুধু আলু দিয়ে খেয়ে দেখেছি। জলের মশলার সঠিক প্রোপরশনের জন্য খেতে আলাদাই টেস্টি লাগছিল।
ধন্যবাদ দিদি সুন্দর পরামর্শ আর উৎসাহের জন্য।