ডাই মানে কী? পুকুরে মাছ ধরার অভিজ্ঞতা দারুণ তো। আমার বড় মাসির বাড়িতে একটা পুকুর ছিলো। দাদারা মাছ ধরত। আমায় পাড়ে দাঁড় করিয়ে রাখত।আর সত্যি বলতে আমারও ভয় করত। আমি ওই স্টেডিয়ামে দাঁড়িয়ে হাত তালি দেওয়া পাবলিক। 😛 আপনার অভিজ্ঞতা পড়ে আমার চোখের সামনে যেন ভাসলো ঘটনা গুলো। ভালো উপস্থাপন করেছেন।