তারিখ-২৬.০৬.২০২৩
🚩হর হর মহাদেব🚩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন। আমিও ভাল আছি এখন। আগে একটু অসুস্থ ছিলাম সে কারণে ৯ দিনের মত কোন পোস্ট দিতে পারিনি।আর সেভাবে কমিউনিটিতে জানাতে পারিনি।তার জন্য ক্ষমাপ্রার্থী।আজ সুস্থ একটু। সেই কারণে একটা নতুন পোস্ট নিয়ে এলাম। আজকে আমি আপনাদের সাথে আমার হাতে আঁকা ভাগ করে নেব। ছবি আঁকতে বেশ ভালোই লাগে। আমার বাংলা ব্লগের দৌলতে এখন সপ্তাহে একটা দিন বেশি ছবি আঁকা হয়। সেই কারণে ধুলো পড়ে থাকা সরঞ্জামের উপরে একটু হলেও হাত পড়ে। এই কয়েকদিন পোস্ট করতে পারিনি,ছবি আঁকি নি অনেকদিন। তাই আবার দেখছিলাম জিনিসপত্রের উপর ধুলো পড়ছিল। মনে মনে ঠিক করলাম, "না ধুলো আর পড়তে দেওয়া চলবে না। তাই একটু সুস্থ হতেই আর একটা ছবি এঁকে ফেললাম। আজকাল আমি প্রায় ভীষণ অসুস্থ থাকি। যদিও বাইরে থেকে দেখলে অনেকেই বোঝেনা।আসলে খুব কষ্ট না হলে আমি কাউকে বুঝতেও দি না। নিজেই ওষুধ খেয়ে নিজেই ডাক্তারি করি। যদিও সেটা ঠিক ব্যাপার নয়।
মোটেই কাউকেই আমি এটা করতে সাজেস্ট করব না।নিজের গুনাগুন আর কি বর্ণনা করছিলাম। খুব যখন না পেরে উঠি, তখনই মা-বাবাকে একটু ডিস্টার্ব করি ডাক্তার দেখানোর জন্য। এই কদিন যা ভুগলাম তাতে করে নিজেই ডাক্তারি করে সুস্থ হয়েছি।
আসুন আপনাদের সঙ্গে আঁকার সরঞ্জাম এবং ধাপগুলো ভাগ করে নি কথা না বাড়িয়ে।
🍁উপকরণ🍁
১.খাতা
২.পেন্সিল
৩.ইরেজার
৪.রং
৫.মার্কার
🍁পদ্ধতি🍁
প্রথম ধাপ
প্রথমে ময়ূরের গলা এবং শরীরটা এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
যেহেতু আমি ময়ূরটা একটু কল্কার ধরনের এঁকেছি, সেই কারণে ময়ূরের পিঠের উপর থেকে লম্বা একটা ডিজাইন এঁকে দিলাম।
তৃতীয় ধাপ
এবার পিঠের উপরে আঁকা ডিজাইনটাকে ফলো করে আরো কিছু ডিজাইন আঁকলাম।
চতুর্থ ধাপ
ময়ূরের পেখম খানিকটা কলকার ডিজাইনে এঁকে ফেললাম।
পঞ্চম ধাপ
এবার পেখমের চারপাশ থেকে আর ময়ূরের শরীরের চারপাশ থেকে লম্বা পাতার মত করে অংশ বার করে দিলাম। সাথে ময়ূরের চোখ এবং ঠোঁট একে নিলাম।
ষষ্ঠ ধাপ
এবার রংয়ের পালা ময়ূরের শরীরটাকে সবুজ এবং নীল দিয়ে রং করে দিলাম এবং ডানা টাকে বিভিন্ন রং দিয়ে একটু আকর্ষণীয় করার জন্য রং করে নিলাম।
সপ্তম ধাপ
ময়ূরের ডানাটা যেরকম ভাবে রং করেছিলাম পেখমেও ঠিক সেভাবেই রং করে দিলাম।
অষ্টম ধাপ
এবার পিঠের উপর থেকে যে লম্বা ডিজাইনটা এঁকেছিলাম সেটাকে রং করলাম,বেগুনি নীল এবং লাল দিয়ে। যাতে বিষয়টা আরো রঙিন হয়ে ওঠে।
নবম ধাপ
এবার পুরো ময়ূরটাকে বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে ছবি দেখতে আরো সুন্দর হয়ে উঠলো।
দশম ধাপ
এবার নিচে নিজের নাম আর তারিখ লিখে দিলাম।
যেহেতু বর্ষাকাল চলছে, তাই ময়ূর আঁকার কথাই মনে হলো। চারিদিকে বর্ষার আমেজ আর সাথে আমার আঁকা ময়ূর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Facebook
Instagram
YouTube
OR
Set @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ।আসলে অসুস্থ হলে দু একদিন পর ডাক্তার দেখালে দ্রুত সুস্থ হওয়া যায় । আর নিজে নিজে ডাক্তারি করলে একটু সময় লাগে সারতে। যাই হোক আপনার আজকের আকা ময়ূরের আর্ট টি আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার করার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে । ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ বোন। আপনারা সবাই ভীষণ সাপোর্ট করেন।
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। রঙিন ময়ূরের খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। এই আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আমায় এতো ভালোবাসার জন্য।
অনেকদিন পর আপনার পোস্ট দেখছি দিদি।আপনি এতোটা দিন অসুস্থ ছিলেন।আজ একটু ভালো জেনে ভালো লাগলো। আপনার সুস্থ তা কামনা করছি।আপনি আজ রঙিন ময়ূর নিয়ে হাজির হলেন।চমৎকার হয়েছে দিদি আপনার ময়ূরটি।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো।রঙিন ময়ূরের মতো আপনার জীবন ও রঙিন হয়ে উঠুক এই কামনা ই করি।ধন্যবাদ দিদি আপনাকে।
অনেক ধন্যবাদ দিদি। 💓
আপু আপনি অসুস্থ ছিলেন জেনে সত্যি খারাপ লাগলো। আসলে বেশ কিছুদিন থেকে আমিও অসুস্থ। যাইহোক আপনার আর্ট করা ময়ূরটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। একেবারে কালারফুল একটি ময়ূর আর্ট করেছেন। দেখতেও বেশ সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ বোন পাশে থাকার জন্য।
আপনি অসুস্থ জেনে অনেক খারাপ লাগলো তবে আপনার জন্য দোয়া রইল আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন পুরোপুরি ভাবে। আপু আপনি খুব সুন্দর করে ময়ূরের রঙ্গিন আর্ট শেয়ার করলেন। তবে আপনার আর্টের হাত বেশ ভালো বলতে হয়। মাঝে মাঝে আর্ট করেন দেখে অনেক ভাল লাগে।
ধন্যবাদ দিদি।
আপনার আর্ট টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপু। এরকম আর্ট গুলো করতে যেমন আমার ভালো লাগে দেখতেও আমার অনেক ভালো লাগে। আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ দিদি।