চিত্রাংকন

বন্ধুরা আসসালামুয়ালাইকুম। মাঝে মাঝে বন্ধুদের সাথে আমার মেয়ের আঁকা কিছু ছবি আমি শেয়ার করে থাকি। কিছুদিন আগে ওর আকা একটা ছবি আমি স্টিম বাংলাদেশ এ শেয়ার করেছিলাম। আজ আমার বাংলা ব্লগে শেয়ার করছি ওর আঁকা একটা ছবি।ছবিটা আমাকে মুগ্ধ করেছিল আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
20211223_145454.jpg

Sort:  
 3 years ago (edited)

আপনার পোষ্টটি ভুল হয়েছে।
আমার বাংলা ব্লগে সর্বপ্রথম পোস্ট করতে হলে আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে।
আর অবশ্যই কমিউনিটির সকল নিয়ম মেনে পোস্টটি সম্পুর্ণ করতে হবে।
আপনি এই পোস্টে থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারেন। পোস্ট লিংক

আশাকরি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য।কমিউনিটির নিয়মকানুনগুলো জেনেই আমার পোস্ট করা উচিত ছিল । Sorry once again.

 3 years ago 

অনেক সুন্দর একটি ডিজাইন আপনি করেছেন। কিন্তু এই ধরনের ডিজাইন আপলোড করতে হলে আপনাকে কয়েকটি ধাপে এবং ধাপগুলোর সুন্দর ভাবে বিশ্লেষণ করতে হবে। আপনি যে পোস্টটি করেছেন সেটি হচ্ছে একধরনের ম্যাক্রো পোস্ট। আর ম্যাক্রো পোস্ট আমার বাংলা ব্লগে এলাউ করা হয় না।

আমার বাংলা ব্লগে সর্বপ্রথম পোস্ট করতে হলে আপনাকে এটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে তারপর নিউ মেম্বার ট্যাগ অর্জন করতে হবে।

ধন্যবাদ। আমার বাংলা ব্লগের নিয়ম কানুন গুলো জেনে আমার পোস্ট করা উচিত ছিল। এটা আমার ভুল হয়েছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95063.29
ETH 3338.75
USDT 1.00
SBD 8.25