আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। তবে আপু এখন শহরের থেকে গ্রামে ইফতার কোন অংশে কম হয় না বলেই চলে।হয়তো গ্রামের কিছু লোক আছে যাদের সামর্থ্য নেই ইফতার করার আর বেশির ভাগ মানুষ অভাব নয় স্বভাবে ভাত খায়।যাইহোক পাশে এমন লোকজন থাকলে সত্যি বাচ্চারা অনেক আনন্দ পায়। আর উৎসব আমাদের সবার। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।