আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। আসলে আপু এটা একদম বাস্তব কথা আমাদের ভাগ্যের ওপর আমাদের হাত নেই,ভাগ্যে যা আছে তা হবেই।ঠিক বলেছেন আপু আমরা যখন বলি এভাবে না করে যদি অন্য ভাবে করতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু কেউ ১০০% নিশ্চিত হয়ে বলতে পারবে না।সত্যি আপু আমরা হাঁটতে গিয়ে কতোবার পড়ে যায় তারপরে ও কিন্তু হাঁটতে শিখি।জীবনে চলতে গেলে সুখ আর দুখ সব থাকবে।তবে আমাদের ভাগ্যকে মেনে নিতে হবে। ধন্যবাদ আপু।