You are viewing a single comment's thread from:
RE: একগুচ্ছ অণুকবিতা "বারান্দায় মরা রোদ্দুর"
দাদা আপনার অনুকবিতা প্রতিটি লাইন অসাধারণ ছিল।
কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।
এই লাইন গুলোর ভিতর সত্যি আবেগ, প্রেম ভালোবাসা জাগ্রত ছিল। ধন্যবাদ দাদা এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।