শীতের জন্য বাচ্চাদের জুতা কেনার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
শীতের জন্য বাচ্চাদের জুতা কেনার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটু কেনাকাটা করার মূহুর্ত নিয়ে। কিনতে আমরা সবাই অনেক ভালোবাসি। তবে অনেক দিন হলো কোন কেনাকাটা করা হয়নি।আসলে বাচ্চাদের পরীক্ষা তারপর বাড়িতে ধান এসেছে সবাই মিলে বেশ ব্যস্ততার মধ্যে ছিলাম। তবে এখনো অনেক ব্যস্ত কিন্তু আমাদের এখানে বেশ ভালোই শীত পড়েছে। আমার মনে হয় শুধু আমাদের এখানে না এখন সব জায়গায় অনেক শীত পড়েছে। তাই আজ একটু বাইরে গিয়েছি। আসলে কেনার দরকার ছিল অনেক কিছু কিন্তু সময়ের অভাবে তেমন কিছু কিনতে পারিনি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু আমার মেইন উদ্দেশ্য ছিল জুতা কেনার তারজন্য জুতার দোকানের দিকে যাচ্ছিলাম। তারপর সামনে পড়ল স্বপ্ন ছোঁয়া যেহেতু বাচ্চারা পরীক্ষা দিয়ে আমার সাথে গিয়েছে তাই তাদের অনেক ক্ষুদা লেগেছে তারজন্য স্বপ্নতে গিয়ে কিছু খাওয়াতে হলো।যেহেতু তারা ভারি কিছু খাবে না তবে হালকা কিছু খেল।
তারপর সোজা চলে গিয়েছি জুতার দোকানে। আসলে জুতার দোকানের অভাব নেই। তবে পরিচিত দোকান ছাড়া কিনতে ভালো লাগে না। তারপর ভাবলাম পরিচিত দোকান ছাড়াও অন্য দোকান গুলো আগে দেখি। আসলে অন্য দোকানে দাম শুনলে বুঝা যায় পরিচিত লোক দাম কম বা বেশি রাখে। তবে দুই দোকান দেখার পরে তেমন জুতা পছন্দ হলো না। আর দুটি হলেও দাম চায় বেশি।আসলে পরিচিত বলে তারা কিন্তু দাম কোন অংশে কম রাখে না।
তারপর কয়েকটি দোকান দেখে দুই মেয়ের জন্য দুই জোড়া জুতা পছন্দ করলাম। তারপর দাম করে দুই জোড়া জুতা নিয়ে আসলাম। তারপর শীতের ভিতরে ঘরে পড়ার জন্য কিছু স্লিপার কিনলাম। আসলে শীতে ঘরে স্যান্ডেল না পড়লে ঠান্ডার জন্য হাঁটা যায় না। তারপর বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু চুলের ক্লিপ কিনলাম। সাথে আনুষঙ্গিক অনেক কিছুই কেনা হলো।
তারপর আর কয়েকটি দোকান ঘুরে কিছু জিনিস দেখলাম। আসলে হাতে সময় বেশি ছিল না তারজন্য তেমন ঘুরে কিনতে পারি না। তারপর নিজের জন্য কয়েকটি ওড়না কিনলাম। কিছু ফল কিনলাম।যদিও সময় বেশি ছিল না তারপরে বেশ ভালোই কেনাকাটা করেছি। বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1866838982186897730?t=tpXjvUdp33hq_zzBQzubcQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতের জন্য বাচ্চাদের জুতা কিনতে যাওয়ার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। জুতা কিনতে গিয়ে হঠাৎ ক্ষুধা লেগে যায় এবং হালকে খাওয়া-দাওয়া করেন। আমার মনে হয় চেনা পরিচিত দোকানে না যায় ভালো কারণ তারা পরিচিত লোক হিসেবে বেশি দাম ধরে।
আসলে ভাইয়া বাচ্চাদের ক্ষুদা সব সময় বেশি লাগে, ধন্যবাদ আপনাকে।
চলে এসেছে এখন শীতের সময়। এই মুহূর্তে বাবুদের জন্য বেশ অনেক কিছুই কেনাকাটা করতে হয়। তার মধ্য থেকে আপনি বাবুদের জন্য জুতা কেনার অনুভূতিটা খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন। এছাড়াও বেশ অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন এই পোস্টে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে সঙ্গে নিয়ে বাইরে বেরোতে বা টুকটাক ঘুরতে বেশ ভালোই লাগে। এ যেমন আমি প্ল্যান করেছি আজকে আমার মেয়ের স্কুল থেকে এলেই একসাথে বেরিয়ে পড়বো। আপনার হাতে কম সময় থাকলে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছেন। ভালো লাগলো দেখে আপনাদের কোয়ালিটি টাইম।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।