কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। প্রতি দিন আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি। আসলে আমাদের কমিউনিটিতে সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি পোস্ট করে থাকেন।আসলে সবার মতো সব সময় বাইরে যেতে পারি না। তবে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো নিজের তৈরি কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। সত্যি ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য্যের প্রয়োজন। যাইহোক আজ এসেছি কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এই রেসিপি হয়তো আমাদের সবার অনেক পছন্দের। এটি হচ্ছে আলু দিয়ে দেশি মোরগ রান্না রেসিপি। আসলে বাড়িতে আমি হাঁস মুরগি পালন করি।তবে একবার মুরগি বড় হলে তখন অসুখে ধরে।এবারো কয়েকটি মুরগি ও মোরগ আছে।তবে চারপাশে দিয়ে অসুখে ধরছে তাই আমি মোরগ জবাই করে রান্না করেছি।ভালো গুলো জবাই করে মোরগ ফ্রিজে রেখে দেব। তবে মুরগী গুলো রাখবো দেখা যাক কয়েকটি থাকে। সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন। আসলে দেশি মুরগী মোরগের স্বাদ অনেক।
এটি হচ্ছে মজাদার তালের বড়া পিঠা। আসলে এই তালের বড়া খেতে অনেক ভালো লাগে। যদিও আমি মাঝে মাঝে তালের বড়া তৈরি করি।তবে তালের রস একবারে আমি বেশি করে ফ্রিজে রেখে দেয় সারা বছর এভাবে বানিয়ে খায়। অনেক ভালো লাগে। গতকাল বানিয়ে ছিলাম বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল।সত্যি তালের বড়া খেতে অনেক মজা।
এই রেসিপি হয়তো আমরা সবাই জানি।এটি হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি রেসিপি। আসলে আমার বাচ্চারা মাছ তেমন খেতে চাই না তবে এভাবে ভেজে দিলে অনেক মজা করে খায়। তবে গতকাল এভাবে মাছ ভেজি দিয়েছিলাম কিন্তু কেউ খেতে পারেনি।আসলে মাছ গুলো রেখে আসতেই বিড়াল মুখ দিয়েছে। যাইহোক রিজিকে না থাকলে যা হয় আরকি।
এটি হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে ভুনা রেসিপি। আসলে তেলাপিয়া মাছ তেমন খাওয়া হয় না মাঝে মাঝে খেলে এভাবে ভুনা বা ভেজে খায়,অনেক ভালো লাগে। কয়েক দিন আগে বেশ কিছু তেলাপিয়া মাছ এনেছিল তাই এভাবে রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছি।সত্যি তেলাপিয়া মাছ এভাবে রান্না করলে ভালো লাগে।
এগুলো হচ্ছে চীন হাঁসের মাংস রান্না রেসিপি। আসলে চীন হাঁসের মাংস খেতে অনেক মজা। তাই ভেবেছিলাম নিজে কিছু পালন করে জবাই করে খাব।সত্যি বলতে গত বছর কয়েকটি চীন হাঁসের বাচ্চা কিনেছিলাম। কিন্তু বেশির ভাগ হাঁস গুলো মারা গিয়েছিল আর দুটি ছিল বেশ বড় হয়েছিল। এখনো একটি আছে ডিম দেয়। আর একটি কুকুরে খেয়ে ফেলেছিল। যাইহোক কয়েক দিন আগে রান্না করেছিলাম অনেক মজা করে খেয়েছি।সত্যি অনেক মজা চীন হাঁসের মাংস।
এগুলো হচ্ছে তেলের পিঠা রেসিপি। আসলে বাচ্চারা সব সময় বায়না ধরে কিছু খাবার জন্য। আর এই তেলের পিঠা গুলো খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠা গুলো সহজেই তৈরি করা যায়। গতকাল বানিয়ে ছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার শেয়ার করা চীন হাঁসের মাংস রান্না রেসিপি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে হাঁসের মাংস আমার খুবই প্রিয়।
https://x.com/MimiRimi1683671/status/1888225016787189776?t=FGW47CcIE-FjD82rqeq9Vw&s=19
খাবারের ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে কেননা বিভিন্ন ধরনের লোভনীয় খাবার একসঙ্গে দেখতে পাওয়া যায়। আমার সবথেকে তালের পড়ার ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে ধন্যবাদ শুভকামনা রইল।
লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো আপু। মজার মজার খাবার খেতে অনেক ভালো লাগে আর ছবি তুলতে ভালো লাগে। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।
খাবারের এত সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হলাম। সবগুলোই দেখে মনে হচ্ছে যেন স্বাদে ভরপুর, আর দারুণ রঙিন। সবচেয়ে ভালো লাগলো যে, একেকটা ছবি থেকে যেন খাবারের স্বাদ টের পাওয়া যায়। তেলাপিয়া মাছ ভাজি রেসিপির ছবিটা সত্যিই চোখে পড়ার মতো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেকগুলো সুস্বাদু খাবারের ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আলবনেও খাবারগুলো দেখে যেন মনে হচ্ছে কাছে পেলে ভালো হতো। মজাদার রেসিপির ফটো শেয়ার করার জন্য ধন্যবাদ।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটি খাবারের ফটোগ্ৰাফি দেখে খেতে ইচ্ছে করছে। দারুন দারুন লোভনীয় খাবারের ফটোগ্ৰাফি করেছেন আপনি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তেল পিঠার ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো।
চীনা হাঁসের মাংস আমার খুব প্রিয়। এছাড়াও আপনি দারুন দারুন বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে দেন। আসলে কেন আপনারা এই খাবারের ফটোগ্রাফি দেখে আমাদের লোভ দেখান। যাইহোক প্রতিটি খাবারের বিবরণ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।