কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে । সত্যি বলতে রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পারি।কয়েক দিন ধরে বাইরে যাবার মতো সময় পায়নি তবে আমাদের বাড়ির আশেপাশে বিকেলে ঘুরে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। তাই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে নিয়ে এসেছি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এটি হচ্ছে কবুতর। কবুতর হচ্ছে শান্তির পথিক । আসলে গতকাল যখন বিকেল বেলা একটু বের হলাম তখন নদীর পাড়ে এমন কবুতর দেখে অনেক ভালো লেগেছিল। কবুতর গুলো ঝাঁকে ঝাঁকে উড়ছে আবার বসছে।তাই কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি কবুতর গুলো দেখে অনেক ভালো লেগেছিল।
ফটোগ্রাফি -২
এটি হচ্ছে কুকুর ছানা। আমাদের পাশের বাড়িতে একটা কুকুরের এমন সাতটি বাচ্চা হয়েছে। তবে বাচ্চা গুলো দেখতে বেশ কিউট। কিন্তু একটু বেশি অত্যাচার করে থাকে। তাই নদীর পাড়ে যখন হাঁটতে গিয়েছি তখন কুকুরের বাচ্চাটি সামনে পড়ল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। বেশ ভালো লেগেছিল বাচ্চাটি দেখতে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ফটোগ্রাফি -৩
এটি হচ্ছে একটা ফল। এই ফল নিয়ে আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করেছি।তবে ফলটার নাম আমার সঠিক নাম জানা নেই। তবে এই ফলটি ছোটবেলা পাকলে আমরা সবাই মিলে খেতাম। আবার এই গাছের ডাল দিয়ে রোজার দিনে দাঁত পরিষ্কার করে অনেকে।অনেক দিন পরে যখন ফলটি দেখলাম তাই ফটোগ্রাফি করতে মিস করিনি।
ফটোগ্রাফি -৪
এই ফুলটির নাম আমার সঠিক জানা নেই। তবে দেখতে গোলাপি জবা ফুলের মতো কিন্তু জবা ফুল এতো ছোট হয় তা আমার জানা নেই। আপনারা কেউ এই ফুলের নাম জানলে অবশ্যই জানাবেন। তবে নাম যাইহোক ফুলটি কিন্তু দেখতে অসাধারণ ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ফটোগ্রাফি -৫
এগুলো হচ্ছে পুইয়ের ফল। আসলে এখন পুইয়ের ফল খেতে অনেক ভালো লাগে। তবে এভাবে সরাসরি গাছ থেকে এনে খাওয়ার মজাই আলাদা। বিকেলে যখন ঘুরতে গিয়েছিলাম তখন নদীর পাড়ে এই ফল গুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। তারপর কিছু ফলসহ শাক দিতে বলেছি।সত্যি এই ফল গুলো খেতে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি -৬
এটি হচ্ছে মোরগ ফুল। মোরগ ফুলের এমন ঝুটি দেখতে অনেক ভালো লাগে না। আসলে এই মোরগ ফুলের গাছটি আমাদের বাড়িতে অনেক দিনের। তাই আজ গিয়ে দেখি অনেক ফুল এভাবে বড় বড় হয়েছে তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি এই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি -৭
এটি হয়তো আমাদের অনেকের পছন্দের ফুল। এটি হচ্ছে সরিষা ফুল। আমাদের নদীর পাড়ে কিছু সরিষা ফুল ধরেছে। আমরা সবাই মিলে যখন নদীর পাড়ে গিয়েছিলাম তখন দেখলাম কিছু কিছু ফুল ফুটেছে তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি এখন সরিষা ফুল গুলো সব জায়গায় বেশি দেখা যাবে।ফুল গুলো দেখতে অসাধারণ ছিল। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
শীতকাল মানেই মাঠ ভর্তি সরষে ফুলের স্বর্গীয় দৃশ্য।
বাকি সব কটা ছবি ভালো হলেও শেষের ছবিটি সবাইকে ছাপিয়ে গেছে।
ধন্যবাদ আপু
https://x.com/MimiRimi1683671/status/1868291428616737250?t=eudafzCjTP6QE38HW4pT1w&s=19
আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ফুলের ফটোগ্রাফি দেখতে পাই। আপনি দেখছি ভিন্ন ভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন । প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। এই ধরনের ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া প্রশংসনীয় মতামতের জন্য।
বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও কবুতরের ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
ছোটবেলায় এই ফলগুলো আমিও অনেক দেখেছি। আমি তো খেলার সময় রান্না করতাম। কখনো খাওয়া হয়নি। দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপু।
পাকা গুলো খেতে অনেক মজা, ধন্যবাদ আপু।
আপু আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন। সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে। সরিষা ফুলটি অনেক বেশি সুন্দর লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
সত্যি ভাইয়া সরিষা ফুল অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জাতীয় অন্য ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে আপু। যেখানে ফুল ফল পশু পাখি সব কিছু স্থান পায় সে জাতীয় পোস্টগুলো বেশ দারুন মানায়। ঠিক তেমনি আপনার আজকের পোস্টে আমাদের সকলের প্রিয় কবুতর পাখি এছাড়াও ফুলের সৌন্দর্য উপভোগ করলাম।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।